Kolkata Metro: বড়দিনে খুশির খবর, জেনে নিন শেষ মেট্রোর সময়, রয়েছে আরও সুবিধা
Metro special services on December 25: কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিশেষ পরিষেবা দেওয়া হবে ব্লু ও গ্রিন লাইনে। ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে দশটায়। আর দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ২৩ মিনিটে। দুপুর ২টা ৪০ মিনিট থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ব্লু লাইনে ৭ মিনিট অন্তর মেট্রো পাবেন যাত্রীরা।

কলকাতা: বড়দিন মানেই পার্ক স্ট্রিটের ভিড়। শহরতলির বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন পার্ক স্ট্রিটে। আর সেখানে আসতে মেট্রো ব্যবহার করেন বহু মানুষ। বড়দিনে মেট্রো যাত্রীদের জন্য সুখবর দিল কলকাতা মেট্রো। ২৫ ডিসেম্বর ব্লু ও গ্রিন লাইনে বিশেষ পরিষেবা থাকবে বলে মেট্রো কর্তৃপক্ষ জানাল। শেষ মেট্রো ছাড়ার সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও একটা নির্দিষ্ট সময়ে দুটি মেট্রোর সময়ের ব্যবধানও কমছে ওই দিন।
কী কী সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো?
এদিন কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিশেষ পরিষেবা দেওয়া হবে ব্লু ও গ্রিন লাইনে। ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে দশটায়। আর দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ২৩ মিনিটে। দুপুর ২টা ৪০ মিনিট থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ব্লু লাইনে ৭ মিনিট অন্তর মেট্রো পাবেন যাত্রীরা।
গ্রিন লাইনে অন্যদিনের মতোই সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে ৯টা ৫৫ মিনিটে। হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্কের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে অন্যদিনের মতোই ১০টা ৫ মিনিটে। তবে ওইদিন ১০টা ২০ মিনিটে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্কের উদ্দেশে বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হবে। মেট্রোর তরফে আরও জানানো হয়েছে, গ্রিন লাইনে বিকেল ৪টা ২৫ মিনিট থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ৬ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
তবে ইয়োলো, পার্পল এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক দিনের মতোই পরিষেবা দেওয়া হবে। সবমিলিয়ে মেট্রো যাত্রীরা যাতে বড়দিনে ব্যস্ত সময়ে ব্লু ও গ্রিন লাইনে বাড়তি মেট্রো পান, সেদিকে নজর রেখেছে মেট্রো কর্তৃপক্ষ। এতে যাত্রীদের সুবিধা হবে বলে আশাবাদী তারা।
