AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North 24 Parganas: পুলিশের চাকরি পরীক্ষায় জালিয়াতি, চক্রের ২ পাণ্ডা-সহ ধৃত ১৪

Police recruitment examination: কৌশিক সর্দার নামে এক ধৃত চাকরিপ্রার্থীর মা বলেন, "পুলিশ কেন ধরল আমি বলতে পারব না। ছেলে পরীক্ষা দিতে এসেছে, এটাই আমরা জানি। চারটের পরও ছেলে বাড়ি ফেরেনি দেখে ফোন করেছিলাম। ফোন তোলেনি। তারপর সুইচ অফ বলে।" তিনি আর বলেন, "কোনও বাবা-মা এসব কি শেখায়? ছেলে যেটা করেছে ভুল করেছে।" 

North 24 Parganas: পুলিশের চাকরি পরীক্ষায় জালিয়াতি, চক্রের ২ পাণ্ডা-সহ ধৃত ১৪
কী করতে গিয়ে ধরা পড়লেন ১৪ জন?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 22, 2025 | 11:16 PM
Share

গাইঘাটা: আইনের রক্ষক নিয়োগের পরীক্ষা। আর সেই পরীক্ষাতেই জালিয়াতির অভিযোগ। হাতেনাতে ধরাও পড়লেন। কলকাতা পুলিশের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের দুই পাণ্ডা-সহ মোট ১৪ জনকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। এমনকি, ধৃতদের মধ্যে রাজ্যের সিভিল ডিফেন্সে চাকরিরত ব্যক্তিও রয়েছেন।

অভিযোগ, পরীক্ষা হলে ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করছিলেন ধৃতরা। নিজে চাকরি করা সত্ত্বেও অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। এমনকি, টাকার বিনিময়ে জাল নথি বানিয়ে চাকরি পাইয়ের দেওয়ার চেষ্টা করছিল ওই চক্র। গাইঘাটা থানার পুলিশের তৎপরতায় সেই চক্রের পর্দা ফাঁস হয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গোপন সূত্রে পুলিশ খবর পায়, গাইঘাটা এলাকায় একটি চক্র পরীক্ষায় জালিয়াতি করার চেষ্টা করছে। সেই সেই খবর পেয়ে গাইঘাটা এলাকার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অভিযান চালায় গাইঘাটা থানার পুলিশ। অভিযান চালিয়ে জালিয়াতি চক্রের দুই পাণ্ডা বিধান বিশ্বাস ও অপূর্ব লাল বিশ্বাস-সহ ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিধান রেলের গ্রুপ ডিতে চাকরি করেন এবং অপূর্ব রাজ্যের সিভিল ডিফেন্সে চাকরি করেন।

ধৃতদের কাছ থেকে একাধিক ইলেকট্রনিকস ডিভাইস এবং একটি চার চাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের এদিন গাইঘাটা থানার পুলিশ বনগাঁ আদালতে পাঠায়। কৌশিক সর্দার নামে এক ধৃত চাকরিপ্রার্থীর মা বলেন, “পুলিশ কেন ধরল আমি বলতে পারব না। ছেলে পরীক্ষা দিতে এসেছে, এটাই আমরা জানি। চারটের পরও ছেলে বাড়ি ফেরেনি দেখে ফোন করেছিলাম। ফোন তোলেনি। তারপর সুইচ অফ বলে।” তিনি আর বলেন, “কোনও বাবা-মা এসব কি শেখায়? ছেলে যেটা করেছে ভুল করেছে।”