জিতু কামাল এবং নবনীতা দাস–ছোট পর্দার জনপ্রিয় জুটি। বিয়ের পরেও ফিকে হয়নি রোম্যান্সের গন্ধ। সোশ্যাল মিডিয়ায় এক মজার পোস্ট করেছেন জিতু। সঙ্গী নবনীতা। স্বামী-স্ত্রীর মজার ভিডিয়ো দেখে হেসে খুন নেটিজেনরা।
ভিডিয়োটি ইনস্টাগ্রামের এক রিল ভিডিয়ো। সেই খানেই নবনীতাকে লিপ মিলিয়ে জিতুর উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, “প্রতিজ্ঞা কর, কখনও মদ ছোঁবে না?” জিতু উত্তর দিচ্ছেন, ‘প্রতিজ্ঞা করলাম’। নবনীতার আবারও তাঁকে জিজ্ঞাসা করেন, “প্রতিজ্ঞা কর আমি ছাড়া অন্য কোনও মহিলার দিকে তাকাবে না, জুয়া খেলবে না?” ঘাড় নেড়ে এবারেও কথা দেন জিতু। এরপরেই নবনীতা প্রতিজ্ঞা বাণ, “এ বার প্রতিজ্ঞা কর, আমার জন্য নিজের জীবনও দিয়ে দেবে?”
এক মুহূর্ত না ভেবে লিপ মিলিয়ে জিতুর উত্তর, “দিয়ে দেব, এত ‘না’…এই জীবন রেখে করবই বা কী?”
স্বামী-স্ত্রীর এই মুহূর্ত দেখেই হাসিতে গড়িয়ে পড়ছেন নেটিজেনরা। কেউ কেউ আবার জিতুকে সমর্থন করে লিখেছেন, “ঠিকই তো যে জীবনে বউয়ের এত কড়াকড়ি সে জীবন যে অর্থহীন।” কঠিন সময়ে তাঁদের ওই ভিডিয়ো নেটিজেনদের এনে দিয়েছে সতেজ হাওয়া।