‘তুই যেভাবে আমার দিকে তাকিয়ে আছিস’, কাকে বললেন করণভীর?
গিয়ার বয়স এখন তিন মাস। তাকে নিয়েই এখন ব্যস্ত থাকেন করণ। সদ্য সোশ্যাল ওয়ালে মেয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা।
তিন কন্যার গর্বিত বাবা-মা হিন্দি টেলিভিশনের জনপ্রিয় দম্পতি করণভীর ভোরা এবং তেজয় সিধু। ২০১৬-এ যমজ কন্যা সন্তান বীণা এবং রায়ার জন্ম দেন তেজয়। ২০২০-তে জন্ম হয় গিয়ার। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় দম্পতি তাঁদের পেরেন্টিং এক্সপিরিয়েন্স সোশ্যাল ওয়ালেই দর্শকের সঙ্গে শেয়ার করছেন।
গিয়ার বয়স এখন তিন মাস। তাকে নিয়েই এখন ব্যস্ত থাকেন করণ। সদ্য সোশ্যাল ওয়ালে মেয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। যেখানে মেয়ে সোজা তাকিয়ে আছে বাবার দিকেই। করণ লিখেছেন, ‘তুই যেভাবে আমার দিকে তাকিয়ে আছিস, সেটাই আমার ভাল লাগে।’ বাবা-মেয়ের ছবি ভালবাসায় ভরিয়ে দিয়েছেন করণ-তেজয়ের ইন্ডাস্ট্রির বন্ধুরা।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের গিয়ার জন্মের খবর জানিয়েছিলেন করণভীর। তিনি লিখেছিলেন, ‘আমি যে কতটা খুশি, তা বলে বোঝাতে পারব না। আমি তিন কন্যার বাবা…ইয়াহু! জীবনে এর থেকে ভাল কিছু হতে পারে না। আমার পৃথিবী, আমার জীবন শাসন করবে তিন রানি। আমার জীবনে এই পরীদের দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আমি যথাসাধ্য যত্ন নেব। কারণ ওরাই আমার তিন দেবী- লক্ষ্মী, সরস্বতী এবং পার্বতী।’
আরও পড়ুন, করোনা আক্রান্তকে ট্রোল করা নিম্নরুচির পরিচয়: কণিকা কাপুর
অতিমারির আবহে সন্তানসম্ভবা হয়েছিলেন তেজয়। গিয়াকে জন্ম দিতে সপরিবার কানাডায় চলে গিয়েছিলেন তিনি। মেয়ের জন্মের পর দেশে ফেরেন। আপাতত তিন মেয়েকে নিয়ে ব্যস্ত অভিনেত্রী। মেয়েরা কিছুটা বড় হলে ফের কাজে ফেরার পরিকল্পনা করবেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন।