Kashmera Shah: ‘মদ্যপ’ স্ত্রীর কীর্তি! ক্যামেরা দেখেই যা করলেন তাতে মাথা হেঁট হল ক্রুষ্ণার

Kashmera Shah:এ কী করে বসলেন কাশ্মীরা। ক্যামেরা দেখেই হঠাৎই তাঁর হাবভাবে এল আমুল পরিবর্তন। এমন ব্যবহার শুরু করলেন যে স্বামী ক্রুষ্ণাও চুপ।

Kashmera Shah: 'মদ্যপ' স্ত্রীর কীর্তি! ক্যামেরা দেখেই যা করলেন তাতে মাথা হেঁট হল ক্রুষ্ণার
কাশ্মীরা শাহ।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 26, 2023 | 9:31 AM

বরাবরই ‘লাউড’ কাশ্মীরা শাহ। স্বামী ক্রুষ্ণা অভিষেকের সঙ্গে প্রকাশ্যে তাঁর বচসা ভাইরাল হয়েছে বহুবার। কিন্তু এবার! এ কী করে বসলেন কাশ্মীরা। ক্যামেরা দেখেই হঠাৎই তাঁর হাবভাবে এল আমুল পরিবর্তন। এমন ব্যবহার শুরু করলেন যে স্বামী ক্রুষ্ণাও চুপ। বিগবস ১৬-র সাফল্য উদযাপন করতে এমসি স্ট্যান থেকে শুরু করে প্রিয়াঙ্কা চাহার, অর্চনা গৌতম হাজির হয়েছিলেন এক পার্টিতে। মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে অনুষ্ঠিত হয়েছিল ওই পার্টি। কাশ্মীরা ও ক্রুষ্ণাও হাজির ছিলেন সেখানে। খবর পেয়ে হাজির হয় পাপারাৎজিও। আচমকাই দেখা যায় ক্যামেরা দেখতে পেয়েই অদ্ভুত অঙ্গভঙ্গি করে পোজ দিতে শুরু করেন কাশ্মীরা। স্বামী ক্রুষ্ণা তা দেখে তাঁকে জোর করে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। বরং ক্যামেরার সামনেই স্বামীকে ডেকে ঠোঁটে চুমু খেতে শুরু করেন তিনি। স্বামী বারবার বলতে থাকেন, “কী করছ? ভিতরে চল”। না, লাভ হয়নি। চুমু খাওয়া ছাড়েননি কাশ্মীরা। একসময় হাল ছেড়ে দেন ক্রুষ্ণাও। যদিও তাঁর চোখেমুখে অস্বস্তির ভাব ছিল স্পষ্ট।

কাশ্মীরাকে ওই রূপে দেখে অবাক নেটিজেন। তাঁর ওই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। নেটিজেনদের একটা বড় অংশের দাবি তিনি মদ্যপ ছিলেন, তাই বাস্তব জ্ঞান হারিয়ে ফেলেছিলেন কাশ্মীরা। চরম নিন্দিতও হয়েছেন তিনি। তাঁর আচরণ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বরাবরই খানিক সাহসী কাশ্মীরা। বিকিনি ছবি পোস্ট করে লেখেন, “আসুন আমায় ট্রোল করুন”। স্বামীর মামা গোবিন্দার বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন। গোবিন্দার স্ত্রীকে নিয়েও করেছিলেন নানা মন্তব্য। ছেড়ে দেননি সুনীতাও। সুনীতা বলেন, “আমি খারাপ জিনিসের উত্তর দিই না। আমি ওদের মায়ের মতো যত্ন নিয়েছিলাম। কিন্তু ওরা এত খারাপ ব্যবহার করল! আসলে বউমা হিসেবে একজন খারাপ মানুষকে পরিবারে আনার পরই যত সমস্যার শুরু। আমি কারও নাম করতে চাই না। জীবনে অনেক কাজ করার আছে আমার। গোবিন্দার কাজেরও দেখাশোনা করি আমি। এ সবে নষ্ট করার মতো সময় নেই। পারিবারিক বিষয় যেন প্রকাশ্যে না আসে, সে বিষয়ে আগেই সতর্ক করেছে গোবিন্দা। কিন্তু কারও কারও বোধহয় পাবলিসিটি দরকার।”

তিনি যে প্রচারের আলো পেতে চান এ কথা মানতে রাজি তাঁর কাছের মানুষও। কাশ্মীরা ও ক্রুষ্ণার দুই সন্তান রয়েছে। রায়ান এবং কৃষাঙ্গ। কিন্তু তিনি নিজেকে এমন ভাবে মেনটেন করেন, যে তাঁকে দেখে বোঝার উপায় নেই। ফিট থাকাটা তাঁর রুটিন। আর ট্রোলিং? সে সব নিয়ে মাথাব্যথা নেই তাঁর।