Moumita Sarkar: ঘনঘন প্যানিক অ্যাটাক, ৬ দিন হাসপাতালে ভর্তি নায়িকা, সরলেন ধারাবাহিক থেকে

Love Biye Aajkaal: সম্প্রচারের ঠিক তিন মাস পর, ২৮ নভেম্বর প্রথম মিলল নতুন শ্রাবণ, থুড়ি তৃণা সাহার ঝলক। দুর্দান্তভাবে তাঁকে আলাপ করানো হয় দর্শকের সঙ্গে। কিন্তু যে শ্রাবণ এতদিন ধরে দর্শকের মনের মধ্য়ে নিজের পাকাপাকি জায়গা করে নিয়েছিল, সে এখন কেমন আছে? কী করছে? খোঁজ নিল TV9 বাংলা।

Moumita Sarkar: ঘনঘন প্যানিক অ্যাটাক, ৬ দিন হাসপাতালে ভর্তি নায়িকা, সরলেন ধারাবাহিক থেকে
মৌমিতা সরকার।
Follow Us:
| Updated on: Nov 29, 2023 | 11:41 AM

সিরিয়ালের মাঝপথেই নায়িকা বদল ঘটল ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিকের। এক বছরের চুক্তির বিয়ে নিয়ে গল্প। নায়িকা শ্রাবণ পানশালার গায়িকা, কিন্তু সে রক্ষণশীল মনোভাবের। ভাল মেয়ে। বিয়ে করে কোটিপতি ওমকে (অভিনেতা ওম সাহানি)। এই শ্রবাণের চরিত্রে অভিনয় করছিলেন মৌমিতা সরকার। ভালই অভিনয় করছিলেন তিনি। কিন্তু তিনি সরেছেন ধারাবাহিক থেকে। এবং তাঁর জায়গায় এসেছেন ছোট পর্দার সফল অভিনেত্রী তৃণা সাহা। ৪টে এপিসোডে শ্রাবণকে দেখা যায়নি। কারণ, সে অপহৃতা। সম্প্রচারের ঠিক তিন মাস পর, ২৮ নভেম্বর প্রথম মিলল নতুন শ্রাবণ, থুড়ি তৃণার ঝলক। দুর্দান্তভাবে তাঁকে আলাপ করানো হয় দর্শকের সঙ্গে। কিন্তু যে শ্রাবণ এতদিন ধরে দর্শকের মনের মধ্য়ে নিজের পাকাপাকি জায়গা করে নিয়েছিল, সে এখন কেমন আছে? কী করছে? খোঁজ নিল TV9 বাংলা।

জানা যায়, প্যানিক অ্যাটাকে আক্রান্ত হচ্ছিলেন আগের শ্রাবণ, অর্থাৎ অভিনেত্রী মৌমিতা সরকার। ভাল পারফর্ম করা, সেই পারফরম্যান্সকে দিনদিন আরও ভাল করা, এসবই তাঁর জন্য অসহনীয় হয়ে উঠছিল। সেটেই অসুস্থ হয়ে পড়ছিলেন মৌমিতা। বলেছেন, “‘লাভ বিয়ে আজকাল’ সিরিয়ালের কাজের চাপ আমি নিতে পারছিলাম না আর। খুবই অসহনীয় হয়ে যাচ্ছিল। কাজ করতে-করতে হঠাৎই আমার প্যানিক অ্যাটাক হয়।” TV9 বাংলার প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রীতিমতো অসুবিধা হচ্ছিল মৌমিতার। জানিয়েছেন, টানা ৬দিন হাসপাতালে ভর্তি ছিলেন। এই মুহূর্তে দিদির বাড়িতে যত্নে আছেন ব্যারাকপুরের মেয়ে মৌমিতা। ফোন ব্যবহার করেন না। মায়ের কাছে থাকে তাঁর ফোন। বলেছেন, “আমার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে, ডাক্তার আমাকে ছুটি নিতে বলে দিয়েছিলেন। আমি ভেবেছিলাম ৮-১০দিন ছুটি নিলে হয়তো সমস্যাটা সামলে উঠতে পারব। যদিও এটাও জানতাম আমার কাজের জায়গায় অসুবিধা হবে। কিন্তু এতটা যে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাব ভাবিনি।”

বিষয়টা যেহেতু প্যানিক অ্যাটাক এবং সেটা যেহেতু মনের সঙ্গে জড়িত, তাই সাইকোলজিস্টের কাছেও নিয়মিত যেতে হচ্ছে মৌমিতাকে। বলেছেন, “আমাক সাইকোলজিস্টের কাছে যেতে হয়। সেশনগুলো মিস করি না।”

আগস্ট মাসের ২৮ তারিখ সম্প্রচার শুরু করে ‘লাভ বিয়ে আজকাল’। ধারাবাহিকের প্রযোজক যিশু সেনগুপ্ত এবং নীলঞ্জনা সেনগুপ্ত। এখনও পর্যন্ত টিআরপি তালিকায় নীচের দিকেই থাকে। ৪.৫ থেকে ৫.৯-এর মধ্যে নম্বর পায়। কোনওদিনও ১ থেকে ৫-এর মধ্যে জায়গা করতে পারেনি। কিন্তু তাতে কী, অল্পদিনের মধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিল মৌমিত অভিনীত শ্রাবণ। তবুও প্যানিক অ্যাটাক কেন। নায়িকা বলেছেন, “অনেককিছুর জন্যেই প্যানিক অ্যাটাকটা হয়েছে আমার। বিস্তারিত বলতে গেলেই আবার আমার অ্যাটাকটা হতে পারে। যদিও একটা বলতে পারি, ওই সিরিয়ালের মানুষগুলো আমার পাশে ছিলেন। কিন্তু নতুন অভিনেত্রী এলে কিছু কথা তৈরি হয়, সেগুলি তৈরি হয়েছিল। সেই কথাগুলোর প্রেশার আমি নিয়ে নিয়েছিলাম।”

তা বলে কি ইন্ডাস্ট্রিতে কাজ করাও ছেড়ে দেবেন মৌমিতা সরকার। এক্কেবারেই না। তিনি বিশ্রাম নেবেন বেশ কিছু দিন। তারপর ঘুরতে যাবেন। বলেছেন, “এখন অন্য কোনওদিকে তাকাব না আমি। বিশ্রাম নেব। চুটিয়ে ঘুরব। সেটাই ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছেন। আর তারপর ফিরে আসব নতুন চমক নিয়ে।” TV9 বাংলাও অপেক্ষায় মৌমিতার সেই চমকের।

স্নেহা সেনগুপ্ত

চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
মনোজ মিত্র, বাংলা নাটকের অমূল্য রত্ন, কেমন ছিল তাঁর এই চলার পথ?
মনোজ মিত্র, বাংলা নাটকের অমূল্য রত্ন, কেমন ছিল তাঁর এই চলার পথ?