Bharat Kaul: রাতারাতি কাশ্মীরের কোটিপতি হয়ে গেলেন সেখানকার হিন্দু পণ্ডিত অভিনেতা ভরত কল; ব্যাপারখানা কী?
Tollywood: জন্ম এবং বেড়ে ওঠা কলকাতায় হলেও টলিউড অভিনেতা ভরত কল আসলে কাশ্মীরি পণ্ডিত। কিছুদিন আগে নিজের জায়গায় গিয়েছিলেন ভরত। তারপরই জানা গেল, সেখানকার কোটিপতি তিনি। কী এমন ঘটল অভিনেতার সঙ্গে? তিনি কি আর থাকবেন না কলকাতায়? করবেন না টলিউডে কাজ?
জুন মাসে কাশ্মীরে গিয়েছিলেন রেইকি করতে। অগস্ট-সেপ্টেম্বরে গেলেন শুটিংয়ে। বাংলা সিরিয়ালের অন্যতম গল্প নির্মাতা এবং প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক তৈরি হচ্ছে বাংলায় নয়, হিন্দিতে। এবং তাতে বলিউড থেকেও কাজ করছে শিল্পীরা। সেখানে আবার হিরোইনের মামার চরিত্রে অভিনয় করছেন টলিউডের একমাত্র কাশ্মীরি পণ্ডিত ভরত কল। সম্প্রতি নিজের দেশ কাশ্মীরে গিয়েছিলেন ভরত। সঙ্গে গিয়েছিলেন লীনাও। ফেসবুকে ছড়িয়ে পড়েছে তাঁদের কাশ্মীর স্মৃতির টুকরোটাকরা। শেয়ার করেছেন নিজেরাই। স্বাভাবিকভাবেই দর্শকমনে প্রশ্ন, কেন এই ভ্রমণ?
TV9 বাংলাকে আগেই বলেছেন লীনা, যে তিনি কাশ্মীরে যাবেন নতুন হিন্দি সিরিয়ালের জন্য রেইকি করতে। এবার ভরতের থেকে জানা গেন খুঁটিনাটি। ভরত জানিয়েছেন, যে হিন্দি সিরিয়াল তৈরি করছেন লীনা তার নাম ‘ঝনক’। বাংলার হিরো ক্রুশল আহুজা নায়ক। হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী হেনা হলেন নায়িকা। এক বাঙালি পরিবারকে দেখানো হবে ধারাবাহিকে। ভরত বলেছেন, “কলকাতার একটি পরিবারের সঙ্গে কাশ্মীরের একটি পরিবারের যোগাযোগ রয়েছে সিরিয়ালের গল্পে। ঘটনা চক্রে এরা যখন কাশ্মীর যায়, এমন পরিস্থিতি তৈরি হয়, যেখানে নায়ক-নায়িকার দেখা হয়ে যায়। নায়কের কিন্তু আগে থেকেই একটি সম্পর্ক রয়েছে। তার বাগদান হয়ে রয়েছে আগে থেকেই… আমি অভিনয় করছি নায়িকার মামার চরিত্রে। সে কাশ্মীরের কোটিপতি। হিন্দু পরিবার। আমরা শুটিং করতে গিয়েছিলাম কাশ্মীরে। পরে মুম্বইয়ে শুটিং হবে। কাশ্মীরের বহু জায়গা চিট করে হবে মুম্বইয়ের সেই সেটে। সবটা তো কাশ্মীরে শুটিং করা সম্ভব নয়।”
মাস খানেক আগে শারীরিক কষ্ট পেয়েছেন ভরত। কিন্তু কাজ থেমে থাকেনি অভিনেতার। ক্যান্সারজয়ী তিনি। বুকে বসেছে স্টেইন। তাই নিয়ে হিল্লিদিল্লি করে বেড়াচ্ছেন তিনি। কাশ্মীরের পর এবার তাঁর গন্তব্য মুম্বই।