AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমি ভাগ্যবতী, গত জন্মের সুকর্মের ফলেই এমন শাশুড়ি পেয়েছি…’

মধুবনী যোগ করেছেন, "গত জন্মে বা এই জন্মে আমি নিশ্চয়ই কোনও সুকর্ম করেছি, যার ফল স্বরূপ আমি তোমায় আমার মামণি রূপে পেয়েছি। সত্যি আমি ভাগ্যবান। তোমার মতো মামনি সবাই পায় না, সবাই কেন, কেউই পায় না।"

'আমি ভাগ্যবতী, গত জন্মের সুকর্মের ফলেই এমন শাশুড়ি পেয়েছি...'
মামনির আদর
| Edited By: | Updated on: Jul 24, 2021 | 9:31 PM
Share

শাশুড়ি-বউয়ের টিপিকাল খিটখিট নয়, ঝগড়া নয়, অশান্তি নয়– অভিনেত্রী মধুবনী গোস্বামীর কাছে তাঁর ‘মামনি’ গত জন্মের পুণ্যের ফল। তাঁর অন্যতম সাপোর্ট সিস্টেম। লুকোছাপা নয়, সোশ্যাল মিডিয়ায় শাশুড়ির জন্য ভালবাসা উজাড় করা পোস্ট করলেন অভিনেত্রী। শেয়ার করলেন বিয়ের পরে বউ সাজ শ্বশুরবাড়ি প্রবেশের কিছু অদেখা মুহূর্তও।

মামনি-শাশুড়িকে ওই নামেই ডাকেন মধুবনী। অভিনেত্রী লিখছেন, “আমার মামনি, পরম স্নেহময়ী। কেশবের ঠাকুমা, রাজার মা… আমার অন্যতম সাপোর্ট সিস্টেম। বলা যেতে পারে ওঁর জন্যই আমি দাঁড়িয়ে আছি। আমাকে আদরে ভরিয়ে, জল-মিষ্টি খাইয়ে, গাড়ি থেকে নামাচ্ছেন… ভালবাসার প্রদীপ জ্বেলে তাঁর ঘরে আমায় বরণ করে তুলবেন বলে।” থামেননি তিনি। যা যা বলার ছিল ‘মামনি’কে তা একই সঙ্গে শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গেও।

মধুবনী যোগ করেছেন, “গত জন্মে বা এই জন্মে আমি নিশ্চয়ই কোনও সুকর্ম করেছি, যার ফল স্বরূপ আমি তোমায় আমার মামণি রূপে পেয়েছি। সত্যি আমি ভাগ্যবান। তোমার মতো মামনি সবাই পায় না, সবাই কেন, কেউই পায় না।”

কয়েক মাস আগে মা হয়েছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। ছেলে কেশব এখন তাঁর প্রায়োরিটি। ছেলের সব কাজ একা হাতে সামলান তিনি। কোনও রকম সাহায্যকারীর প্রয়োজন হয়নি তাঁর। ছেলেকে একা সামলানোর সিদ্ধান্ত তিনি এবং তাঁর স্বামী তথা অভিনেতা রাজা গোস্বামী একসঙ্গেই নিয়েছিলেন। আর এ জন্য তিনি গর্বিতও। আপাতত কাজে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মধুবনী। ছেলেকে সামলানোর জন্যই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। এই সিদ্ধান্ত নিতে রাজা তাঁকে সাহায্য করেছেন বলে ধন্যবাদও জানিয়েছেন।

 

আরও পড়ুন- হেমন্তদাকে দেখতে যাব, বলেছিলেন উত্তমকাকু, কিন্তু ওঁর আর আসা হল কই: মৌসুমী চট্টোপাধ্যায়