ছেলেকে নিয়ে কীভাবে সময় কাটছে মধুবনীর?
মা হিসেবে প্রতিদিনই নতুন অনেক কিছু শিখছেন মধুবনী। সব অভিজ্ঞতাই নতুন। তাই সময় নিয়ে শিখছেন। কেশবের যাতে এতটুকুও অসুবিধে না হয়, সেদিকে কড়া নজর রেখেছেন দম্পতি।
কেশব। অভিনেত্রী (Actress) মধুবনী গোস্বামীর (Madhubani Goswami) একমাত্র ছেলে। কেশবই এখন রয়েছে তাঁর জীবন জুড়ে। দিনের বেশিরভাগ সময়টাই কাটছে ছেলেকে নিয়ে। তবে অনুরাগীদেরও তিনি বঞ্চিত করছেন না। মাঝেমধ্যেই ছেলের ছবি শেয়ার করছেন সোশ্যাল ওয়ালে।
সদ্য ছেলের আরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মধুবনী। তবে এখনও পর্যন্ত ছেলের মুখ দেখা যায়নি কোনও ছবিতে। মধুবনী এবং তাঁর স্বামী রাজা দুজনেই কৃষ্ণ ভক্ত। ছেলে কেশবের নামেও সেই ছোঁয়া রয়েছে।
View this post on Instagram
মা হিসেবে প্রতিদিনই নতুন অনেক কিছু শিখছেন মধুবনী। সব অভিজ্ঞতাই নতুন। তাই সময় নিয়ে শিখছেন। কেশবের যাতে এতটুকুও অসুবিধে না হয়, সেদিকে কড়া নজর রেখেছেন দম্পতি।
মধুবনী আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “২০২০ বছরটা আমাদের সকলের কাছে নেগেটিভ বছর। আমি আর রাজা ভেবেছিলাম, এই নেগেটিভিটিটাকে পজিটিভিটিটে নিয়ে যাব কী করে। আমদের মনে হয়েছিল, নেগেটিভিটিটাকে পজিটিভিতে টার্ন ওভার করার এটাই সেরা সময়। যে যার মতো সিরিয়ালে কাজ করলেও আমরা একসঙ্গে যাত্রা করি। সেটা খুব সময়সাপেক্ষ। এই সময়টা কাজ না থাকায় নিজেকে অনেক বেশি সময় দিতে পারব। আমি ২৪ বছর বয়সে বিয়ে করেছিলাম। ৪-৫ বছরের মধ্যে প্ল্যান করব ভেবেছিলাম। ভগবানের আশীর্বাদে আমার জন্মমাস অগস্টেই খবরটা পেয়েছিলাম।”
আরও পড়ুন, ‘জীবন খুবই অনিশ্চিত’, কেন মন খারাপ ঋতুপর্ণার?
‘ভালবাসা ডট কম’ নামের ধারাবাহিকে প্রথম একসঙ্গে কাজ করেছিলেন রাজা এবং মধুবনী। এরপর একে একে ‘চিরদিনই আমি যে তোমার’, ‘কোজাগরী’, ‘সত্যমেব জয়তে’-র মতো ধারাবাহিকে কাজ করেন রাজা। এখন তিনি ‘খড়কুটো’ ধারাবাহিকে অভিনয় করছেন। অন্যদিকে ‘সাত ভাই চম্পা’, ‘ফাগুন বউ’, ‘ভানুমতির খেল’ ধারাবাহিকে অভিনয় করেছেন মধুবনী। কেশব একটু বড় হয়ে গেলে ফের কাজে ফেরার ইচ্ছে রয়েছে তাঁর।