একসঙ্গে আসছেন স্বস্তিকা এবং নীল, কোথায় দেখা যাবে তাঁদের?

Dance Bangla Dance: দিতিপ্রিয়া, স্বস্তিকা, নীল বা রুবেল প্রত্যেক শিল্পীকেই চরিত্রের নামে চেনেন দর্শক। এঁরা এতটাই জনপ্রিয়। নাচের মঞ্চেও নাকি তাঁদের পারফরম্যান্স ছিল দেখার মতো।

একসঙ্গে আসছেন স্বস্তিকা এবং নীল, কোথায় দেখা যাবে তাঁদের?
নীল এবং স্বস্তিকা।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2021 | 8:25 AM

কেউ প্রফেশনাল নাচের তালিম নিয়েছেন। কেউ বা শখে নাচ করেন। কিন্তু নাচ ভালবাসেন সকলেই। সেই ভালবাসার টানেই এ বার ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে পারফর্ম করবেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। স্বস্তিকা দত্ত, নীল ভট্টাচার্য, দিতিপ্রিয়া রায়, রুবেল দাসের মতো একগুচ্ছ শিল্পীর পারফরম্যান্স এ বার দেখা যাবে এই রিয়ালিটি শোয়ের মঞ্চে।

দিতিপ্রিয়া, স্বস্তিকা, নীল বা রুবেল প্রত্যেক শিল্পীকেই চরিত্রের নামে চেনেন দর্শক। এঁরা এতটাই জনপ্রিয়। নাচের মঞ্চেও নাকি তাঁদের পারফরম্যান্স ছিল দেখার মতো। বিচারকের আসনে বসে প্রশংসা করেন বলিউড অভিনেতা গোবিন্দা। এ ছাড়া জিৎ এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কুর্নিশও আদায় করে নেন তাঁরা। ইনস্টাগ্রাম পোস্টে নীলের সঙ্গে একটি ছবি শেয়ার করেন স্বস্তিকা। কবে এই বিশেষ পর্ব দর্শক দেখতে পাবেন, ওই পোস্টের মাধ্যমেই সেই তথ্যও জানিয়েছেন অভিনেত্রী। এর আগে সঞ্চালক বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গেও নিজের একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। তখন থেকেই তিনি এই শোয়ে অংশ নিতে পারেন, তার ইঙ্গিত ছিল দর্শক মহলে।

গত তিন বছরের বেশি সময় ধরে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে নীলের অভিনয় দেখছেন দর্শক। সুশান্ত দাসের প্রযোজনায় আসন্ন ‘উমা’ ধারাবাহিকের মুখ্য চরিত্রেও নীলকে দেখা যাবে। এই ধারাবাহিকে প্রথমবার কাজ করছেন মডেল শিঞ্জিনি চক্রবর্তী। একই সঙ্গে দুটি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করা বিরল ঘটনা। নীল সেই কৃতিত্বের অধিকারী হতে চলেছেন।

সদ্য শেষ হয়েছে স্বস্তিকা অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘কী করে বলব তোমায়-’এর শুটিং। দীর্ঘ সময় ধরে দর্শকের ভালবাসা পেয়েছন টিমের সদস্যরা। বিশেষ করে স্বস্তিকা যেন দর্শকের ঘরের লোক। তাঁর অভিনীত ‘রাধিকা’ চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছিল। শুটিং শেষ হওয়ার পর এখন ছুটি উপভোগ করছেন স্বস্তিকা। ধারাবাহিক দৈনন্দিন রুটিন থেকে এখন অভিনেত্রীর রুটিন একেবারে আলাদা।

Swastika-Post

স্বস্তিকার ইনস্টাগ্রাম স্টোরি থেকে নেওয়া স্ক্রিন শট।

স্বস্তিকা আগেই জানিয়েছেন, যোগা, জিম নতুন করে শুরু করেছেন। নিজের মেকওভার করছেন। লুক নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। আর কিছুদিনের মধ্যেই সেই নতুন লুক প্রকাশ করবেন। এ প্রসঙ্গে TV9 বাংলাকে স্বস্তিকা বলেন, “বিজয়িনীর পর সে ভাবে গ্যাপ পাইনি। তাই এখন নিজেকে গ্রুম করব। সিরিয়াল তো করবই। কিন্তু ওয়েবেও কাজ করতে চাইছি। আমার ইচ্ছে পরের কাজটা এমন হোক, যাতে সবাই আবার বলবে মেয়েটি ভাল অভিনেত্রী। ভাল কাজের জন্য অপেক্ষা করব। ইনফ্যাক্ট কতদিন গ্যাপ নেব, সেটা নির্ভর করবে যত তাড়াতাড়ি ভাল কাজ আসবে, তার উপর। পুজো পর্যন্ত ছুটি নেওয়ার ইচ্ছে রয়েছে।”

তবে এই ছুটিতে কোথাও বেড়াতে যাচ্ছেন না স্বস্তিকা। প্যানডেমিক পরিস্থিতিতে বাইরে যাওয়ার ঝুঁকি নেবেন না বলে জানালেন। বরং কলকাতাতেই কিছু কাজ জমে রয়েছে। সেগুলো শেষ করতে চান বলে জানিয়েছিলেন। তবে বিক্রমের সঙ্গে নতুন কোনও কাজ করছেন কি না, সে বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি অভিনেত্রী।

আরও পড়ুন, নুসরতের হাত ধরে রাজর্ষির কাছে এল অকালবোধনের গল্প!