বেড়াতে গিয়ে কী কী অভিজ্ঞতা লাভ করলেন প্রীতি?

সদ্য শেষ হয়েছে রাহুল অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘ভাগ্যলক্ষ্মী’। তার কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছিল প্রীতি অভিনীত ধারাবাহিক ‘সৌদামিনির সংসার’। আপাতত নতুন কোনও কাজের ঘোষণা করেননি দম্পতি।

বেড়াতে গিয়ে কী কী অভিজ্ঞতা লাভ করলেন প্রীতি?
প্রীতির শেয়ার করা বেড়ানোর ছবি। ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Mar 29, 2021 | 7:51 PM

কখনও রোপওয়ে চড়েছেন। কখনও বা চমরিগাঈয়ের পিঠে চড়ার অভিজ্ঞতা হয়েছে। দীর্ঘদিন পরে বেড়াতে গিয়ে বিবিধ অভিজ্ঞতা সঞ্চয় করলেন টেলি অভিনেত্রী (Actress) প্রীতি বিশ্বাস (Prity Biswas)।

বেড়াতে যাওয়া মানে প্রীতির কাছে সারা বছরের অক্সিজেন সংগ্রহ। মন এতটাই রিফ্রেশ হয়ে যায় তাঁর, এরপর টানা কাজেও ক্লান্তি কম আসে। অনেকদিন ধরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু কোনও বা কোনও বাধা আসছিল। অবশেষে বেড়াতে গেলেন স্বামী রাহুলের সঙ্গে। আর সেখানে এনজয় করার প্রায় প্রতিটি মুহূর্তের আপডেট সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে।

View this post on Instagram

A post shared by Prity Biswas (@iamprity11)

সদ্য শেষ হয়েছে রাহুল অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘ভাগ্যলক্ষ্মী’। তার কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছিল প্রীতি অভিনীত ধারাবাহিক ‘সৌদামিনির সংসার’। আপাতত নতুন কোনও কাজের ঘোষণা করেননি দম্পতি।

View this post on Instagram

A post shared by Prity Biswas (@iamprity11)

গত ১০ ফেব্রুয়ারি প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছেন রাহুল-প্রীতি। তাঁদের বিয়ের কয়েকদিন পর থেকেই লকডাউন শুরু হয়ে যায়। ফলে আলাদা করে বেড়াতে যাওয়া হয়নি।

View this post on Instagram

A post shared by Prity Biswas (@iamprity11)

বিবাহিত জীবনের এক বছর কাটিয়ে এসে প্রীতি বলেছিলেন, “বছরটা এমন ভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, বিয়ে হয়ে গিয়েছে। রাতে ঘুমনোর সময় মাকে যখন পাই না, তখন ফিল করি। বাকিটা নর্মাল লাইফ। আমার আর রাহুলের কোনও পরিবর্তন হয়নি। পরিবারকে ছেড়ে তো থাকিনি কখনও। মা, দাদা আমার স্তম্ভ। ওদের ছেড়ে থাকাটা কষ্টকর।” আর রাহুল শেয়ার করেছিলেন, “প্রীতির বদল যা হয়েছে, সবই পজিটিভ। বুঝতে শিখেছে অনেক। আন্ডারস্ট্যান্ডিং বেড়েছে আমাদের। ঝগড়া কম হয়। তবে ওর মতো আমিও বুঝতেই পারলাম না, একটা বছর কীভাবে কেটে গেল।”

View this post on Instagram

A post shared by Prity Biswas (@iamprity11)

ছুটি কাটিয়ে সদ্য শহরে ফিরেছেন প্রীতি-রাহুল। নতুন উদ্যোমে ফের কাজে ফেরার অপেক্ষা।

আরও পড়ুন, এটি কোন অভিনেতার ছোটবেলার ছবি?