Rakhi Sawant: ছ’মাস আগেই সব সম্পন্ন, ফাঁস হয়ে গেল রাখীর দ্বিতীয় বিয়ের গোপন ছবি

Rakhi Sawant: এর আগে রীতেশ নামক এক ব্যক্তির কথা প্রকাশ্যে এনেছিলেন রাখী। বিগবসের বাড়িতে সেই রীতেশের সঙ্গে সবার আলাপও করিয়ে দেন তিনি। তবে তাঁদের সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।

Rakhi Sawant: ছ'মাস আগেই সব সম্পন্ন, ফাঁস হয়ে গেল রাখীর দ্বিতীয় বিয়ের গোপন ছবি
ফাঁস হয়ে গেল রাখীর দ্বিতীয় বিয়ের গোপন ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2023 | 5:03 PM

রাখী সাওয়ান্ত আবার বিয়ে করেছেন। ছ’মাস আগেই প্রেমিক আদিল খানের সঙ্গে আইনি বিয়ে সারা হয়ে গিয়েছে তাঁর। অবশেষে পাঁচকান হল সে কথা। গোপন কথাটি আর রইল না গোপনে। শুধু যে রাখীর বিয়ের খবর প্রকাশ্যে এসেছে তা কিন্তু নয়। একই সঙ্গে ফাঁস হয়ে গিয়েছে তাঁর আইনি বিয়ের ছবিও। আদিলের সঙ্গে রাখীর প্রেম শুরু হয় গত বছরেই। মাত্র তিন মাস প্রেম পর্বের পর তাঁরা বিয়ে করেন। এমনটাই এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন রাখী। কেন এতদিন লুকিয়ে রেখেছিলেন বিয়ের খবর? দে ব্যাখ্যাও দিয়েছেন বলিউডের এই ‘ড্রামা কুইন’। তাঁর কথায়, “আমাদের নিকাহ হয়েছে। আইনি বিয়েও হয়েছে। আমায় আদিল সব কিছু বলতে বারণ করেছিল। সেই কারণেই চুপ ছিলাম আমি। ও ভেবেছিল, আমাদের বিয়ের কথা জানাজানি হলে ওর বোনের বিয়ে দিতে অসুবিধে হবে। ওঁর মতে, রাখী সাওয়ান্তের নামের সঙ্গে যুক্ত হয়েছে মানেই বদনাম হতেই হবে।”

এর আগে রীতেশ নামক এক ব্যক্তির কথা প্রকাশ্যে এনেছিলেন রাখী। বিগবসের বাড়িতে সেই রীতেশের সঙ্গে সবার আলাপও করিয়ে দেন তিনি। তবে তাঁদের সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। কারণ, রীতেশের আগেও বিবাহিত ছিলেন। বিগবস ছাড়ার পরেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এর পরেই আদিল খানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে রাখীর। সেই ব্যাপারে তাঁর বক্তব্য, “রীতেশের সঙ্গে আমার বিয়ে বৈধ ছিল না। কারণ ওর আগের স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদ হয়নি। এরপরেই আদিলের সঙ্গে আমার ঘনিষ্ঠতা বাড়ে। কিন্তু ওর পরিবার এখনও আমাকে মেনে নেয়নি।” আর তাঁদের দুজনের মধ্যে কি সব কিছু ঠিক আছে? রাখীর ইঙ্গিত কিন্তু সদর্থক নয়।

তিনি যোগ করেন, “আমি যখন বিগবস মরাঠিতে গিয়েছিলাম তখন অনেক কিছু হয়েছে। এই মুহূর্তে আমি শুধু আমার বিয়েটা বাঁচাতে চাই। আমি সবাইকে জানাতে চাই যে আমি বিয়ে করেছি।” প্রসঙ্গত, একদিকে ফাঁস হয়ে গিয়েছে বিয়ের ছবি, অন্যদিকে মুম্বইয়ের হাসপাতালে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছেন রাখীর মা। ভাল নেই তিনি। ক্যানসারে আক্রান্ত তিনি, দেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে ক্যানসার । এক লাইভ ভিডিয়োতে এসে সে কথা জানিয়েছিলেন রাখী নিজেই। কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। তবে আদিলের থেকে যাতে কোনওরকম কষ্ট পেতে না হয় তাই রাখীকে নিশ্চিত করার পরামর্শ তাঁর ভক্তদের।

আদিলের সঙ্গে রাখী সাওয়ান্ত।