Bigg Boss 15: বিগ বস ১৫-এ অংশ নিলে কত টাকা পারিশ্রমিক পাবেন রিয়া?
Bigg Boss 15: ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন রিয়া। কিন্তু তাঁকে নিয়ে এখনও ভ্রু কুঁচকে আছে ইন্ডাস্ট্রির একাংশ। বিগ বসে অংশগ্রহণ করে অনেকের কেরিয়ার ফিরেছে। ফলে সেই প্ল্যাটফর্মে ফের ভাগ্য ফেরাতে চাইছেন রিয়াও।
ইন্ডাস্ট্রির জল্পনা সত্যি হলে আর কয়েকদিনের মধ্যে বিগ বস ১৫-এ দেখা যেতে পারে রিয়া চক্রবর্তীকে। দিন কয়েক আগে স্টুডিওর বাইরে রিয়ার উপস্থিতি এই জল্পনা আরও বাড়িয়ে তুলেছে। বিনোদনে ভরপুর এই শোয়ের আসন্ন সিজনের গ্র্যান্ড প্রিমিয়ার হবে কয়েকদিনের মধ্যেই। রিয়ার উপস্থিতি এই শোয়ের আকর্ষণ নিঃসন্দেহে কয়েক গুণ বাড়িয়ে দেবে।
রিয়ার বয়ফ্রেন্ড তথা বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর পর থেকেই লাইমলাইটে রয়েছেন রিয়া। সুশান্ত মৃত্যু মামলায় রিয়ার ভূমিকা আদালতের দরজা পর্যন্ত গড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যক্তি জীবন নিয়ে রীতিমতো খাপ পঞ্চায়েত বসে গিয়েছিল। এর মধ্যেই বিগ বস-এর প্রতিযোগী হিসেবে রিয়ার পারিশ্রমিক কত হতে চলেছে, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।
শোনা যাচ্ছে, প্রতি সপ্তাহের জন্য রিয়াকে ৩৫ লক্ষ টাকা পারিশ্রমিক অফার করেছেন বিগ বস নির্মাতারা। যদিও পারিশ্রমিক সংক্রান্ত এই জল্পনা নিয়ে কোনও পক্ষই এখনও প্রকাশ্যে মুখ খোলেননি। শোনা যাচ্ছে, বিগ বস-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নাকি এখনও ভাবনাচিন্তার স্তরেই রেখেছেন রিয়া। তবে যদি ৩৫ লক্ষ টাকা রিয়ার পারিশ্রমিক হয়, তাহলে সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহিতাদের তালিকায় তিনি থাকবেন। কারণ সূত্রের খবর, এর আগে সিদ্ধার্থ শুক্লা ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা, রেশমি দেশাই ২১ লক্ষ টাকা, রিমি সেন দুই থেকে আড়াই কোটি টাকা প্রতিযোগী হিসেবে যোগদান করে পারিশ্রমিক পেয়েছিলেন বলে খবর।
ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন রিয়া। কিন্তু তাঁকে নিয়ে এখনও ভ্রু কুঁচকে আছে ইন্ডাস্ট্রির একাংশ। বিগ বসে অংশগ্রহণ করে অনেকের কেরিয়ার ফিরেছে। ফলে সেই প্ল্যাটফর্মে ফের ভাগ্য ফেরাতে চাইছেন রিয়াও।
গত বছর সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই রিয়া ছিলেন লাইমলাইটে। জল গড়িয়েছিল অনেক দূর। রিয়া ও শৌভিক– দুইজনই মাদক মামলায় হাজতবাস করেছেন। এর মধ্যে শৌভিকের হাজতবাসের সময় ছিল রিয়ার থেকে বেশি। কিন্তু সে সব এখন অতীত। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে রুমি জাফরির ছবি চেহরে। এই ছবিতে স্বল্প পরিসরে অভিনয় করেছেন রিয়া। ছবিতে রিয়া ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, ইমরান হাসমিসহ অনেকেই। যদিও বক্স অফিসে এই ছবি বেশ সমালোচনার মধ্যে পড়েছে। গল্পের প্লট নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত ৯ এপ্রিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় হিসেবে ওলটপালট হয়ে যায়। এর আগে মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার। ট্রেলারটি ছিল আদ্যপান্ত সাসপেন্সে মোড়া। ট্রেলারটির সময়সীমা প্রায় তিন মিনিট। কিন্তু তাতে রিয়ার উপস্থিতি হাতে গোনা কয়েক সেকন্ড। সুশান্ত কাণ্ডের ঝড়, নাকি অন্য কারণ– ঠিক কী জন্য রিয়ার উপস্থিতি এত কম ‘চেহরে’র ট্রেলারে? মুখ খুলেছিলেন ছবির পরিচালক রুমি জাফরি এবং প্রযোজক আনন্দ পন্ডিত।
আনন্দ বলেছিলেন, “রিয়ার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। ওর পাশে রয়েছি। চেহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ রিয়া। আমি খুশি যে ছবির প্রচারের জন্য রিয়াকে বাদ দেওয়া হয়নি।” অন্যদিকে রুমি জাফরির কথায়, “প্রথম থেকেই রিয়াকে প্রমোশনের শেষের অংশেই রাখার কথা ছিল”। রুমি জানান, চেহরেতে রিয়ার চরিত্রটি ছোট। তাই সুশান্ত কাণ্ড না হলেও রিয়াকে ট্রেলারে এখন যতটা দেখা যাচ্ছে তখনও ততটাই দেখা যেত। রুমি বলেন, “কোনও কিছু প্রমাণ করার জন্য তো রিয়ার স্ক্রিন প্রেজেন্স আমরা ইচ্ছাকৃত ভাবে দীর্ঘক্ষণ করতে পারি না।”
আরও পড়ুন, Shweta Tiwari: হঠাৎই অসুস্থ শ্বেতা, ভর্তি করা হল হাসপাতালে