Burdwan: শীতের রাত, বাপের বাড়ি থেকে ফিরে এসে দেখেন বিছানার কম্বলটাও নেই!
Theft Case: পোস্ট অফিসের কর্মী রানা বিশ্বাসের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রানা বিশ্বাস ও তাঁর স্ত্রী কয়েকদিন আগে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। মঙ্গলবার তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। শনিবার বিকেলে রানার মা সীমা বিশ্বাস বাড়িতে তালা দিয়ে গুসকরারই শান্তিপুরে নিজের বাপের বাড়িতে বেড়াতে যান।

গুসকরা: বাড়ি থেকে কিছুটা দূরেই বাপের বাড়ি গিয়েছিলেন সীমা বিশ্বাস নামে এক গৃহবধূ। ফিরে এসে দেখেন ঘর একেবারে তছনছ। দেখেই বোঝা যাচ্ছে, বাড়ির ভিতর কেউ ঢুকেছিল। তাই বলে বিছানা থেকে কম্বলটাও টেনে নিয়ে গিয়েছে, এটা ভাবতে পারেননি তিনি।
পূর্ব বর্ধমান জেলার গুসকরা পুরসভা এলাকায় ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায়। ৪ নম্বর ওয়ার্ডের আলুটিয়া সৎসঙ্গ মন্দির সংলগ্ন এলাকায় এক গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা। রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। অবাক করার মতো বিষয় হল, সোনার গয়না, নগদ টাকা তো নিলই, সেই সঙ্গে কম্বল পর্যন্ত চুরি করে নিয়ে পালাল দুষ্কৃতীরা।
পোস্ট অফিসের কর্মী রানা বিশ্বাসের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রানা বিশ্বাস ও তাঁর স্ত্রী কয়েকদিন আগে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। মঙ্গলবার তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। শনিবার বিকেলে রানার মা সীমা বিশ্বাস বাড়িতে তালা দিয়ে গুসকরারই শান্তিপুরে নিজের বাপের বাড়িতে বেড়াতে যান।
বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে চোর বা চোরের দল বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে বলে অভিযোগ। দুটি ঘরের দুটি আলমারি ভেঙে সেখান থেকে সোনার গয়না সহ নগদ প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। তবে এখানেই শেষ নয়, পরিবারের দাবি, শীতের সন্ধ্যায় চোরেরা ঘরের কম্বল পর্যন্ত নিয়ে গিয়েছে।
ঘটনার পর বাড়িতে ফিরে ভাঙা দরজা ও লণ্ডভণ্ড ঘর দেখে হতবাক হয়ে যান সীমা বিশ্বাস। তিনি জানান, এই চুরির ঘটনায় তাঁদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সন্ধ্যায় এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই একই এলাকায় একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। পরপর চুরির ঘটনায় আতঙ্ক বাড়ছে এলাকাবাসীর মধ্যে। খবর পেয়ে গুসকরা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। চোরদের শনাক্ত করতে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিকে, এলাকায় রাতের টহল ও নিরাপত্তা বাড়ানোর দাবি উঠেছে।
