Rhea Chakraborty: আজও মেটেনি রোষ, ‘আবার’, রিয়ার ছবি পোস্ট করতেই মিলল হুমকি

Rhea Chakraborty: রিয়া চক্রবর্তী আবারও ফিরেছেন লাইম লাইটে। সদ্য় তাঁকে দেখা গিয়েছে রোডিজ় রিয়্যালিটি শোয়ে। যেখানে তিনি দস্তুর মতো নিজেকে যোগ্য প্রমাণ করেছেন। শুধু তাই নয়, পাশাপাশি এই সিজ়ন তিনি জয়ও হাসিল করলেন।

Rhea Chakraborty: আজও মেটেনি রোষ, 'আবার', রিয়ার ছবি পোস্ট করতেই মিলল হুমকি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2023 | 7:52 PM

রিয়া চক্রবর্তী, বলিউডের প্রথম সারিতে তাঁর উপস্থিতি না থাকলেও তাঁর নাম সর্বত্র চর্চিত, কারণ একটাই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িয়ে গিয়েছিল তাঁর নাম। বলিউডে মাদক কাণ্ডে জড়িয়ে গিয়েছে তাঁর নাম, বলিউডে কোণ ঠাঁসা হওয়া থেকে শুরু করে সাধারণের চোখে খলনায়িকা হয়ে ওঠা, সবটাই তিনি কেরিয়ারের শুরুতেই দেখে ফেলেছেন। জেলে ৫০ দিন রাত কাটানো থেকে শুরু করে তাঁকে নিয়ে কটাক্ষ, ট্রোল, রিয়া চক্রবর্তীর জীবনের অন্ধকার নেমে এসেছিল রাতারাতি। ঠিক ভুলের বিচার হওয়ার আগেই তাঁকে দোষী হিসেবে চিহ্নিত করেছিল গোটা দুনিয়া। সেই রিয়া চক্রবর্তী যে মানসিকভাবে নিজেকে ঠিক কতটা কঠিন করে নিয়েছেন, লড়াইয়ের জন্য নিজেকে কতটা প্রস্তুত করে নিয়েছেন, তার প্রমাণই হল তাঁর সাম্প্রতিক গতিবিধি। রিয়া চক্রবর্তী আবারও ফিরেছেন লাইম লাইটে। সদ্য় তাঁকে দেখা গিয়েছে রোডিজ় রিয়্যালিটি শোয়ে। যেখানে তিনি দস্তুর মতো নিজেকে যোগ্য প্রমাণ করেছেন। শুধু তাই নয়, পাশাপাশি এই সিজ়ন তিনি জয়ও হাসিল করলেন।

তবে যতই তিনি চেষ্টা করুন না কেন, একশ্রেণি অতীত ভুলতে রাজি নন। মুম্বইতে পাপারাৎজিদের ফ্রেমবন্দি হয় না এমন মুহূর্তে অনেক কমই আছে। তাই তেমনই এক পাপারাৎজি রিয়ার ছবি সোশ্যালস মিডিয়ায় পোস্ট করতেই মিলল হুমকি। কমেন্ট বক্স ভরে উঠল কটাক্ষে। কেউ লিখলেন, ‘আবার এর পোস্ট, এবার কিন্তু আনফলো করে দেব’। আবার কেউ লিখলেন, ‘এটা ভাবতেই অবাক লাগছে যে এত তাড়াতাড়ি সকলে সুশান্ত সিং রাজপুতকে ভুলে গেলেন’। কারও কথায়, ‘ভগবান জানে কী আছে এই মেয়ের মধ্যে, খুন করে সুখের জীবন কাটাচ্ছেন’। যদিও রোডিজের প্রায় প্রতিটা পর্বেই রিয়া চক্রবর্তী স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি কটাক্ষকে আর তোয়াক্কা করেন না। তাঁর লড়াই, তাঁকেই লড়তে হবে, এটা তিনি বুঝে গিয়েছেন।