যে সেলেবদের পোষ্য রয়েছে, তাঁদের সমালোচনা করলেন রোহিত রায়!

স্বরলিপি ভট্টাচার্য |

May 28, 2021 | 4:31 PM

রোহিতকে সমর্থন করেছেন তাঁর দাদা অভিনেতা রনিত বসুও। তিনি টুইট করেছেন, ‘এটা তো লোকের পুরনো অভ্যেস। নোংরা করে চলে যাবে, তারপর অন্য কেউ পরিষ্কার করবে।’

যে সেলেবদের পোষ্য রয়েছে, তাঁদের সমালোচনা করলেন রোহিত রায়!
রোহিত রায়।

Follow Us

অভিনয়ের কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন, এই নিয়েই ব্যস্ত থাকতে ভালবাসেন রোহিত রায় (Rohit Roy)। হিন্দি টেলিভিশন জগতে রোহিত অত্যন্ত পরিচিত মুখ। কিন্তু চারপাশের কিছু জিনিসে তিনি এতটাই বিরক্ত যে এ বার প্রকাশ্যে মুখ খুলতে বাধ্য হলেন। কিছু সেলেবের একটি আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করলেন অভিনেতা।

রোহিত লক্ষ্য করেছেন, বহু সেলেবের পোষ্য রয়েছে। সেলেবরা পোষ্যকে নিয়ে বাড়ির বাইরে আসেন প্রাকৃতিক কাজ করানোর জন্য। খোলা রাস্তার উপরই প্রাণীদের মল পড়ে থাকে। এতে পরিবেশ দূষিত হয়। সেলেবরা যদি একটি প্লাস্টিকে পোষ্যের মল তুলে নিয়ে গিয়ে আবর্জনায় ফেলে দেন, তাহলে পরিবেশ দূষিত হবে না বলে মত রোহিতের।

টুইটারে রোহিত ‘অল আওয়ার ডিয়ার সেলেবস্’ সম্বোধন করে লিখেছেন, ‘আপনারা যখন পোষ্যদের নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যান, দেখতে ভাল লাগে। কিন্তু কখনও দেখি না, প্লাস্টিক ব্যাগ সঙ্গে নিয়ে কেউ বেরিয়েছেন! ওদের ‘বেবি’ অর্থাৎ পোষ্যদের মল কে পরিষ্কার করবেন?’

রোহিতকে সমর্থন করেছেন তাঁর দাদা অভিনেতা রনিত বসুও। তিনি টুইট করেছেন, ‘এটা তো লোকের পুরনো অভ্যেস। নোংরা করে চলে যাবে, তারপর অন্য কেউ পরিষ্কার করবে।’ রোহিতকে সমর্থন করেছেন বহু অনুরাগী। তবে অনেকেই বলেছেন, এটা শুধু সেলেবদের স্বভাব এমন নয়। ভারতীয়দের মধ্যেই এই অভ্যেস পুরোমাত্রায় রয়েছে।

আরও পড়ুন, মিলিন্দ সোমনের সঙ্গে সেলফি তুলতে চান? এই বিশেষ কাজ আপনাকে করতে হবে

Next Article