যৌনকর্মীর সঙ্গে তুলনা শ্রুতিকে, ‘ভাবুন আমি ওঁদেরকেই রিপ্রেজেন্ট করি…’, জবাব অভিনেত্রীর

সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিয়ো পোস্ট করেছিলেন শ্রুতি। টলিপাড়ার বন্ধুসহ অন্যান্যরা যখন শ্রুতির প্রশংসায় পঞ্চমুখ ঠিক তখনই...

যৌনকর্মীর সঙ্গে তুলনা শ্রুতিকে, 'ভাবুন আমি ওঁদেরকেই রিপ্রেজেন্ট করি...', জবাব অভিনেত্রীর
শ্রুতি দাস
Follow Us:
| Updated on: May 22, 2021 | 12:47 PM

ট্রোলের সম্মুখীন অভিনেত্রী শ্রুতি দাস। তুলনা করা হল যৌনকর্মীর সঙ্গে। শুধু তাই নয়, তাঁর রূপ নিয়েও করা হল কটাক্ষ। পাল্টা ফিরিয়ে দিলেন অভিনেত্রীও।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিয়ো পোস্ট করেছিলেন শ্রুতি। টলিপাড়ার বন্ধুসহ অন্যান্যরা যখন শ্রুতির প্রশংসায় পঞ্চমুখ ঠিক তখনই জনৈক রুমা বন্দ্যোপাধ্যায় শ্রুতিকে যৌনকর্মীর সঙ্গে তুলনা টেনে বলেন, “বেশ্যার মতো না হলেও চলবে”। ওই ইউজারের উদ্দেশ্যে পাল্টা শ্রুতি লেখেন, “ঈশ্বর না করুন সঙ্গাসারে একদিন হয়তো এমন টানাটানি হল আপনার বাড়ির মেয়েকেই হয়তো দেহব্যবসা করে অর্জন করতে হল… ভেবে নিন আমি ওঁদের কেই রিপ্রেজেন্ট করি।” শ্রুতি মনে করিয়ে দিয়েছেন দুর্গাপুজোর সময় যৌনপল্লীর মাটি ছাড়া পুজো হয় না। তাই কাউকেই ছোট না করার আর্জি তাঁর।

এখানেই শেষ নয়। কটাক্ষ উড়ে এসেছে তা বাহ্যিক সৌন্দর্য নিয়েও। এক ব্যক্তি তাঁকে লিখেছেন, “তুমি যদি সিরিয়াল চান্স পাও আমিও সহজে পেয়ে যাব।” সেই ব্যক্তির দাবি তিনি শ্রুতির থেকে দেখতে অনেক ভাল। তাঁর আরও দাবি ক্যালকাটা রোইং ক্লাবে নাকি শ্রুতির সঙ্গে তিনি পার্টিও করেছেন। তিনি লেখেন, “মেকআপ করে কাক ময়ুর হয়ে যায় না”। শ্রুতি রেগে যাননি। বরং ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে কয়েকটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি। লিখেছেন , “ক্যালকাটা রোইং ক্লাব এর কেউ এনার চেনা?এনার যে ননদের বাড়িতে নাকি আমার আনাগোনা সে কে?ক্যালকাটা রোইং ক্লাবে আমি জ্ঞানত কোনোদিন যাইনি, পরিচিত কেউ আমায় অজ্ঞানে নিয়ে গিয়ে থাকলে জানাবেন।”

আরও পড়ুন-‘ওরে অবুঝ, দেশের মাটি তথাকথিত হিরোহিরোইন ভিত্তিক নয়…সবাই হিরো-হিরোইন’

নেটিজেনদের পাল্লা ভারি অবশ্য শ্রুতির দিকেই। যেভাবে ট্রোলের জবাব তিনি দেন, দিয়ে থাকেন… তা দেখে উচ্ছ্বসিত তাঁর ভক্তকুল।

View this post on Instagram

A post shared by Shruti Das (@shrutidas_real)