কোন দেশ থেকে শুরু হয়েছিল নেতাজির আজাদ হিন্দ রেডিয়ো? উত্তরে কী বলেন সৌরভ-সেওয়াগ

Kaun Banega Crorepati 13: ৩ সেপ্টেম্বর 'কৌন বানেগা ক্রোড়পতি'তে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন সৌরভ ও সেওয়াগ। তাঁরা জেতেন ২৫ লাখ টাকাও।

কোন দেশ থেকে শুরু হয়েছিল নেতাজির আজাদ হিন্দ রেডিয়ো? উত্তরে কী বলেন সৌরভ-সেওয়াগ
'কৌন বানেগা ক্রোড়পতি' সিজন ১৩-এ অমিতাভ বচ্চন, বীরেন্দ্র সেওয়াগ ও সৌরভ গঙ্গোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Sep 04, 2021 | 1:46 PM

‘কৌন বানেগা ক্রোড়পতি’ সিজন ১৩-র বিশেষ অতিথি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও বীরেন্দ্র সেওয়াগ। শো থেকে ২৫ লাখ টাকা জিতেছেন তাঁরা। কোন প্রশ্নে তাঁদের এই বিপুল অঙ্কের প্রাইজ় মানি জেতা জানেন?

প্রশ্নটি ছিল – ১৯৪২ সালে নেতাজি সুভাষ চন্দ্র বোসের নেতৃত্বে প্রথম শুরু হয় আজাদ হিন্দ রেডিয়ো। কোন দেশে থেকে শুরু হয়েছিল এই রেডিয়ো পরিষেবা? অপশন ছিল – জাপান, জার্মানি, সিঙ্গাপুর ও বর্মা। সঠিক উত্তর জার্মানি। সঠিক উত্তর দিয়ে ২৫ লাখ টাকা শো থেকে জেতেন সৌরভ-সেওয়াগ। ৫০ লাখ টাকার প্রশ্ন আসার আগেই হুটার বেজে ওঠে। শো সমাপ্ত হয়ে যায়।

৩ সেপ্টেম্বর, ‘কৌন বানেগা ক্রোড়পতি’তে অতিথি হয়ে এসেছিলেন ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ – সৌরভ গঙ্গোপাধ্যায় ও বীরেন্দ্র সেওয়াগ। তাঁদের আগমন সম্পর্কে আগে থেকেই জানান দিয়েছিল নন-ফিকশন শো। নিজের শোয়ে দুই মহারথীকে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন শোয়ের হোস্ট আর এক মহারথী অমিতাভ বচ্চন। তিনজনের উপস্থিতিতে যেন সোনায় সোহাগা হয়ে উঠেছিল টেলিভিশনের পর্দা।

বাংলাতেও হয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’। শোয়ের সঞ্চালক ছিলেন সৌরভ নিজেই। শোয়ের নাম দেওয়া হয়েছিল, ‘কে হবে বাংলার কোটিপতি’। এদিন অমিতাভ বলেন, “আমি ওই শোটিতে সৌরভের সঞ্চালনা দেখেছি। খুবই ভালো। কেবল বার বার মনে হয়েছে আমার চাকরিটাই আর থাকবে না!”

অমিতাভের থেকে এই কথা শুনে সৌরভ শিকার করে নেন, “প্রথমবার শোয়ের সঞ্চালনা করার সময় রিহার্সাল করতে হয়েছিল আমায়। তখন আপনার সঞ্চালনার এপিসোডগুলো দেখেছি বার বার।” তাঁদের এই মজার আলোচনায় সেওয়াগ বলে ওঠেন, “আমাকে কিন্তু বাংলার শোতে কখনও আমন্ত্রণ জানায়নি সৌরভ।”

আরও পড়ুন: ‘‘আমার বোর্ডিংয়ের বাইরে গাড়ি থামল, নামলেন উত্তমকুমার; সব মেয়েরা দৌড়ে দৌড়ে যাচ্ছে উত্তমকুমারকে দেখতে…’’, বললেন সুপ্রিয়াকন্যা সোমা

আরও পড়ুন: “তুমি আমাদের মধ্যে সারাজীবন থাকবে”, অল্প কথাতেই মনের ভাব ব্যক্ত অঙ্কুশের