AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swastika Dutta: ‘শেষ আমরা কেউ চাই না…’, সোশ্যাল মিডিয়ায় মন খারাপের পোস্ট স্বস্তিকার

Tomar Khola Haowa: মেগা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় সকলের মনেই প্রশ্ন তুঙ্গে। তবে TRP-র তালিকাতে সেভাবে জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিক। যদিও স্বস্তিকার চরিত্র রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে।

Swastika Dutta: 'শেষ আমরা কেউ চাই না...', সোশ্যাল মিডিয়ায় মন খারাপের পোস্ট স্বস্তিকার
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 9:00 PM
Share

অভিনেত্রী স্বস্তিকা দত্ত, টিভির জগতে যিনি একের পর এক জনপ্রিয় চরিত্র উপহার দিয়েছেন। সম্প্রতিতে তিনি ঝিলমিল হয়েই থেকে গিয়েছেন দর্শকদের মনে। কারণ বর্তমানে তিনি তোমার খোলা হাওয়া ধারাবাহিকে কাজ করছিলেন। তবে মাত্র ৯ মাসের মাথায় শেষ হয়ে গেল এই ধারাবাহিক। তোমার খোলা হাওয়া ধারাবাহিকের সফর দেখতে দেখতে শেষ। সেটে তাই গালা সেলিব্রেশনে মাতলেন সকলে। সেই ছবির ক্লিপিং শেয়ার করে এক দীর্ঘ পোস্ট করলেন স্বস্তিকা। ঝিলমিল চরিত্র তাঁর সঙ্গে সারা জীবন থেকে যাবে বলেই দাবি করেন অভিনেত্রী। তবে মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। কেবল অভিনেত্রীর নয়, তাঁর পাশাপাশি দর্শকদেরও বেজায় মন খারাপ। মেগা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় সকলের মনেই প্রশ্ন তুঙ্গে। তবে TRP-র তালিকাতে সেভাবে জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিক। যদিও স্বস্তিকার চরিত্র রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে।

সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ”যাঁর শেষ ভাল, তাঁর সব ভাল। আমরা সেটাই তো বলে থাকি? এটা সত্যি খুব সুন্দর সফর ছিল। কিছু কিছু সময় আমরা স্মৃতিকে মুছে ফেলতে পারি না, কারণ তা প্রতি মুহূর্তে এক সুন্দর গল্পের কথা স্মরণ করিয়ে দেয়। যে গল্পের শেষ আমরা কেউ চাই না। ঝিলমিল স্বস্তিকার সঙ্গে থেকে যাবে। দীর্ঘ দিনের জন্য থেকে যাবে। তোমার খোলা হাওয়া ২৩.১১.২০২২ থেকে ২৫.০৭.২০২৩। কিন্তু প্রতিটা সফল ও সুন্দর সফরের একটা শেষ থাকে। আমি কৃতজ্ঞ ঝিলমিলের জন্য। আমি কৃতজ্ঞ এই অনবদ্য বন্ডিং-এর জন্য, আমি কৃতজ্ঞ দর্শকদের বিপুল পরিমাণ ভালবাসার জন্য। বাংলা সিরিয়াল জগতে সবথেকে তরুণ শাশুড়ি, অভিনেতা হিসেবে তোমায় গ্রহণ করতে জায়তে হবে, ছাড়তেও জানতে হবে। কিছু ভাল কাজ অপেক্ষায়। অনেক কিছুই লেখার ছিল, কিন্তু শুধুই বলল ধন্যবাদ।”