Ayana Chatterjee: অভিনয় আর লেখাপড়ার মধ্যে অয়না ‘কমলা’ চট্টোপাধ্যায়কে যা বেছে নিতে হল…

Ayana Chatterjee on Education: সিরিয়াল চলাকালীন ক্ষতি হলেও অয়নার স্কুল তার পাশে এসে দাঁড়িয়েছে। অভিনেত্রী সেলেব্রিটি। তাই স্কুলও তার বিশেষ খাতির করেছে। অভিনয় সেই অর্থে এক্সট্রাক্যারিউলার অয়নার স্কুলের কাছে। এবং বর্তমানে লেখাপড়ার পাশাপাশি নাচ-গান-আঁকা-অভিনয়কেও প্রাধান্য দেয় স্কুলগুলো। শুটিংয়ের সময় দীর্ঘ আট মাস নিয়মিত স্কুলে যেতে পারেনি অয়না। তার অ্যাটেনডেন্স নিয়ে গোলমাল করেনি স্কুল। জানিয়েছেন অভিনেত্রীর মা প্রান্তিকা চট্টোপাধ্যায়।

Ayana Chatterjee: অভিনয় আর লেখাপড়ার মধ্যে অয়না 'কমলা' চট্টোপাধ্যায়কে যা বেছে নিতে হল...
'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ'-এর কলমা ওরফে অভিনেত্রী অয়না চট্টোপাধ্যায়।
Follow Us:
| Updated on: Dec 01, 2023 | 3:24 PM

ছোট্ট একটা মেয়ে। লিলুয়ার একটি বেসরকারী ইংরেজি মিডিয়াম স্কুলে ক্লাস ফাইভে পড়ে। অল্পদিনের মধ্যেই ঢুকে পড়েছিল দর্শকের মনে। বাংলা সিরিয়াল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এ অভিনয় করেছে সে। কমলার চরিত্রে। বাচ্চা মেয়েটাকে বেশ গিন্নিবান্নির মতো দেখতে বলে সহজে তার বয়স কেউ আন্দাজ করতে পারে না। “ওকে বড়-বড় দেখতে বলেই তো ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সিরিয়ালে কাস্ট করা হয়েছিল,” TV9 বাংলাকে হাসতে-হাসতে বললেন অভিনেত্রী অয়না চট্টোপাধ্য়ায়ের মা প্রান্তিকা চট্টোপাধ্য়ায়। ১৩ মার্চ শুরু। ১৯ নভেম্বর শেষ সম্প্রচার হয়েছে ধারাবাহিকের। টানা ৮ মাসের যাত্রার পর কী করছে অয়না?

TV9 বাংলাকে অয়নার মা প্রান্তিকা বলেছেন, “কেবল লেখাপড়া ছাড়া আমার মেয়ে এখন কিছুই করছে না। নিয়মিত স্কুলে যাচ্ছে। লেখাপড়া করছে। তবে নতুন কোনও কাজের অফার এলে করবে।” কেবল সিরিয়াল নয়, মিমি চক্রবর্তীর সঙ্গে ‘মিনি’ ছবিতে অভিনয় করেছে অয়না। জিতের সঙ্গেও কাজ করার কথা তার। সিরিয়াল বন্ধ হওয়ার পর মন খারাপ ছিল অয়নার। যদিও ধারাবাহিকে কাজ করতে গিয়ে দীর্ঘ ৮ মাস ধরে লেখাপড়ার খুবই ক্ষতি হয়েছে তার।

ক্ষতি হলেও অয়নার স্কুল তার পাশে এসে দাঁড়িয়েছে। অভিনেত্রী সেলেব্রিটি। তাই স্কুলও তার বিশেষ খাতির করেছে। অভিনয় বিষয়টিও এক্সট্রাক্যারিউলার অ্যাক্টিভিটির মধ্যে পড়ে অয়নার স্কুলের কাছে। এবং বর্তমানে লেখাপড়ার পাশাপাশি নাচ-গান-আঁকা-অভিনয়কেও প্রাধান্য দেয় আধুনিক স্কুলগুলো। শুটিংয়ের সময় দীর্ঘ ৮ মাস নিয়মিত স্কুলে যেতে পারেনি অয়না। তার অ্যাটেনডেন্স নিয়ে গোলমাল করেনি স্কুল। জানিয়েছেন অভিনেত্রীর মা।

কিন্তু অভিনয় এবং লেখাপড়া–কোনও একটিকে বাছতে হলে লেখাপড়াকেই অগ্রাধিকার দেবে অয়না। বাড়ি থেকে লেখাপড়ার চাপ আছে তার। অয়নার মা সাফ জানিয়েছেন, “আমরা কোনও কিছুই চাপিয়ে দিই না অয়নার উপর। ও অভিনয় করতে খুব ভালবাসে বলেই করেছে। লেখাপড়ার ক্ষতিও হয়েছে। এখন আর অন্য কোনওদিকে মন দিচ্ছে না। নিয়মিত স্কুলে যাচ্ছে। সেটাই করবে মন দিয়ে। তবে এটাও সত্যি, ভাল কোনও অভিনয়ের অফার এলেও করবে। দুটোই সমানতালে সামলানোর ক্ষমতা আছে আমার মেয়ের। আর বাছতে হলে একটাকেই বাছবে। এবং সেটা হবে লেখাপড়া। যে কোনও ছেলেমেয়ের ক্ষেত্রেই প্রাথমিক পড়াশোনা গুরুত্বপূর্ণ। যদিও এখন দু’দিক সামাল দিয়ে চলছে ছেলেমেয়েরা।”

‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকটি ছিল পিরিয়ড পিস। কমলার চরিত্রটাও ছিল শিক্ষিত বাড়ির বউয়ের। সে সময় বাড়ির মেয়েরা অত লেখাপড়া করত না। কিন্তু কমলা ছিল ব্যতিক্রমী। বাস্তবেও লেখাপড়াকে অনেকটাই এগিয়ে রাখে অয়না এবং তাঁর পরিবার।

স্নেহা সেনগুপ্ত