AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rupanjana Mitra Sick: ‘মহৌষধ’ নিচ্ছেন রূপাঞ্জনা মিত্র, অচল হয়ে রয়েছে ‘লাবণ্য’র পরিবার

Rupanjana Mitra on Illness: খুব শরীর খারাপ অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রর। মারাত্মক জ্বর হয়েছে তাঁর। টানা চারদিন বিছানা থেকে মাথা তুলে উঠতে পারেননি। শরীরটা একেবারে ভেঙে গিয়েছে তাঁর। এক ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন, "কেউ যেন আমার শরীরটা নিংড়ে নিচ্ছে"।

Rupanjana Mitra Sick: 'মহৌষধ' নিচ্ছেন রূপাঞ্জনা মিত্র, অচল হয়ে রয়েছে 'লাবণ্য'র পরিবার
রূপাঞ্জনা মিত্র।
| Edited By: | Updated on: Dec 15, 2023 | 12:31 PM
Share

বেশ অসুস্থ অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র।  ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে লাবণ্য সেনগুপ্তর চরিত্রে অভিনয় করেন তিনি। প্রবল জ্বরে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। চিকিৎসক বলেছেন যে, ফ্লু হয়েছে তাঁর। ডাক্তার তাঁকে আস্বস্ত করেছেন এই বলে, এ রকম শরীর খারাপ এখন ঘরে-ঘরে। অভিনেত্রীর শরীর একেবারেই ভাল নেই। বিরতি নিয়েছিলেন চার দিনের। শুটিং ফ্লোর তাঁকে দেখেনি বিগত চার দিন। রূপাঞ্জনা ফেসবুক পোস্টে জানিয়েছেন তাঁর শরীরের হালহকিকত।

রূপাঞ্জনা লিখেছেন, “জ্বর নেই। কিন্তু খুব ক্লান্তি, শরীর খারাপ, নাক থেকে বিন্দু ফোঁটাও মাঝে মধ্যে পড়ছে। মাথা ব্যথা। গোটা শরীর ব্যথা। কেউ যেন শক্তি নিংড়ে নিচ্ছে। উঠে আনন্দ করতে ইচ্ছে করছে। কিন্তু পারছি না। সারাদিন বিছানায় পরে থাকতে ইচ্ছে করছে। দুর্বল লাগছে। ডাক্তার বললেন..’এরকম সবার হচ্ছে’। তাই টেস্টগুলো করিয়ে নিলাম। মাথাটিকেও রেস্ট দিলাম। আগামীকাল সুইচ অন করব।”

তাঁর শরীর খারাপ জেনে TV9 বাংলা যোগাযোগ করেছিল রূপাঞ্জনা মিত্রর সঙ্গে। কণ্ঠই জানান দিচ্ছিল অভিনেত্রীর শারীরিক দুর্বলতার। তিনি বলেছেন, “ডাক্তার আমাকে টানা চারদিন রেস্ট দিয়েছেন। এটাই এই জ্বরের মহৌষধ। আর খালি ফ্লুইড এবং জল খেতে দিয়েছেন তিনি। আমি শুটিংয়ে যেতে পারিনি চারদিন। অনুপস্থিতি রূপাঞ্জনা ‘লাবণ্য’কে সেই ভাবেই চিত্রনাট্যে দেখানো হবে। তবে শনিবার (১৬ ডিসেম্বর) থেকে শুটিংয়ে যাব। যদিও এখনও অনেক দুর্বল আছি।” কর্মঠ মানুষ বিছানায় পড়ে গেলে গোটা সংসার অচল হয়ে যায়। রূপাঞ্জনার বাড়িতেও সেরকমই পরিস্থিতি। সংসার, সন্তান, পোষ্য… সবাই অপেক্ষায় রূাপাঞ্জনার দ্রুত আরোগ্যের।

৭ ডিসেম্বর বিয়ে ছিল সন্দীপ্তা সেনের। অভিনেত্রীর বিয়েতে গিয়েছিলেন রূপাঞ্জনা। সেদিন বৃষ্টি পড়ছিল খুব। বৃষ্টি মাথায় নিয়েই বিয়েবাড়িতে গিয়েছিলেন রূপাঞ্জনা। অনিয়ম হয়েছিল। তার দু’দিন পর থেকেই জ্বর আসতে শুরু করে অভিনেত্রীর। তার উপর কাজের জায়গা পার্পল স্টুডিয়োতে খুব ঠান্ডা। স্টুডিয়োর চারপাশে গ্রামীন পরিবেশ। ফলে সেখানে ঠান্ডাও খুব। সবটা মিলিয়েই রূপাঞ্জনার সঙ্গে গদ্দারি করেছে আবহাওয়া।

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে দারুণ এক নারীর চরিত্রে অভিনয় করছেন রূপাঞ্জনা। সেই নারী সত্যের পথে চলে। দূর দৃষ্টির অধিকারী। টানা ১১ সপ্তাহ টিআরপি চার্টের শীর্ষস্থান দখল করেছিল ‘অনুরাগের ছোঁয়া’। কিন্তু ইদানিং, জয়ের জায়গা হারিয়েছে ধারাবাহিক। তা নিয়ে শিল্পীদের মনে দুঃখও আছে ভীষণরকম। কিন্তু প্রত্যেকেই মন দিয়ে কাজ করছেন। আশা রাখছেন, হারিয়ে ফেলা জায়গা ঠিক ফিরে পাবেন তাঁরা। ধারাবাহিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে শুরু করেছেন অর্জুন চক্রবর্তী।