স্নেহা সেনগুপ্ত
সিরিয়াল করতে গিয়ে ছোট-ছোট ছেলেমেয়েদের মাতৃস্নেহে বুকে টেনে নেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সেই নিদর্শন পাওয়া গেল নতুন করে। তাঁর অভিনীত এক সিরিয়ালের চিত্রনাট্যে রচিত পর্দার ছেলে এবং বউমাকে বাস্তবেও সংসারী করে তুললেন অভিনেত্রী। শনিবার (২৫.১১.২০২৩) সন্ধ্যায় দক্ষিণ কলকাতার সেলিমপুর অঞ্চলে ছোট পর্দার নায়ক-নায়িকার সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত ছিলেন অপরাজিতা। পর্দার ‘মা’কে কাছে পেয়ে যারপরনাই আনন্দে আত্মহারা ছিলেন অভিনেতা যুগল স্বর্ণদীপ্ত ঘোষ এবং অর্পিতা মণ্ডল।
‘লক্ষ্মীকাকিমা’ সুপারস্টার সিরিয়ালে লক্ষ্মীকাকিমার (অপরাজিতা আঢ্য) বড় ছেলে এবং বউমার চরিত্রে অভিনয় করেছিলেন স্বর্ণদীপ্ত এবং অর্পিতা (চরিত্রের নাম ছিল দেবা এবং সোনা)। সিরিয়ালে কাজ করতে-করতে প্রেম হয় তাঁদের। তারপর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা যুগল। পর্দার ছেলে বউমা বাস্তবেও বিয়ে করে ফেলছে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন অপরাজিতা। বিয়ের সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থাকাবেন তো বটেই, তাঁর কথাতেই বিয়ের সঙ্গীত-মেহেন্দির মতো অনুষ্ঠানের আয়োজন করেছেন স্বর্ণদীপ্ত-অর্পিতা।
২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন স্বর্ণদীপ্ত-অর্পিতা। স্বর্ণদীপ্তর কথায়, “এক সপ্তাহ ধরে ইন্ডাস্ট্রিতে কেউ বিয়ে করে না এখন।” ২৫ নভেম্বর ছিল সঙ্গীতের অনুষ্ঠান। রাত ৯টা নাগাদ নাচের আসরে আগমন ঘটে অপরাজিতার। নীল শাড়ি পড়ে এসেছিলেন সদা হাস্যময়ী অপরাজিতা। পর্দার ছেলে-বউমাকে মন ভরে আশীর্বাদ করেছেন অভিনেত্রী।
তারপর ডান্স ফ্লোরে উঠে ‘ইনি বিনি টাপাটিনি’ গানের ছন্দে নাচলেন অপরাজিতা। মাইক হাতে নিয়ে আবেগে ভাসলেন অভিনেত্রী, বললেন:
“আমরা একসঙ্গে একটা সিরিয়ালে কাজ করেছিলাম, ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’। পুরোদমে ইনার্জি নিয়ে অভিনয় করেছিলাম, কারণ ওটা আমার কামব্যাক সিরিয়াল ছিল ৬ বছর পর। এই সিরিয়ালটা সবচেয়ে কমদিন চলেছে। এর আগে যখন সিরিয়ালে অভিনয় করেছি, টানা ৩ বছর না হলে সাড়ে ৬ বছর চলেছে। এই সিরিয়াল চলেছে ১১ মাস। কিন্তু আমি লম্বা সময় ধরে চলা একাধিক সিরিয়াল করার সময় হইহই করেছি, শেষ হওয়ার পর মন খারাপও করেছি। কিন্তু কোনও সিরিয়ালের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক তৈরি হয়নি। আমি কোনওদিনও কারও বাড়িতে গিয়ে আড্ডা দিইনি। কারও সঙ্গে ঘুরতে যাইনি। এটাকে আমি আমার অক্ষমতাই মনে করি। তবে লক্ষ্মীকাকিমা সুপারস্টার আমার কাছে আলাদা…”
কীভাবে আলাদা তা নিজেই ব্যাখ্যা করেছেন অপরাজিতা। তিনি বলেছেন, “স্বর্ণদীপ্ত এবং অর্পিতার মধ্যে যে কিছু একটা চলছে, সেটা আমি আগে থেকেই আঁচ করেছিলাম। মনে হয়েছিল, এটা খুবই ভাল হয়েছে। আমি জানতাম ওরা বিয়ে করবেই। এবং ওঁরা বিয়ে করল বলেই আমার সঙ্গে ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ পরিবারের সঙ্গে সম্পর্কটা রয়ে গেল। ওঁদের যে কোনও পারিবারিক অনুষ্ঠানেই আমি ছুটে আসি। আমরা একে-অপরের বাড়িতে পার্টি করি, পারিবারিক অনুষ্ঠানে অংশ নিই। স্বর্ণদীপ্ত এবং অর্পিতাকে আমিই বলেছিলাম সঙ্গীতের অনুষ্ঠান করতে, যাতে আমরা হইহই করতে পারি। এবং ওঁরা আমার কথা রেখেছে… ওঁদের সঙ্গে আমার এই সম্পর্ক থেকে যাবে। আশীর্বাদ করুন ওঁদের।”