Bengali Serial: আয়ু ফুরলো জনপ্রিয় চ্যানেলের এই বাংলা ধারাবাহিকের, এই মাসেই শেষ সম্প্রচার

Swastika Dutta: একের পর এক ধারাবাহিক বন্ধ হওয়ার গুঞ্জন। হচ্ছে স্লট পরিবর্তন, ভাল টিআরপির খোঁজে সব মহল। তবে এরই মধ্যে আরও এক নতুন খবর।

Bengali Serial: আয়ু ফুরলো জনপ্রিয় চ্যানেলের এই বাংলা ধারাবাহিকের, এই মাসেই শেষ সম্প্রচার
কোন ধারবাহিক বন্ধ হচ্ছে?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2023 | 5:48 PM

একের পর এক ধারাবাহিক বন্ধ হওয়ার গুঞ্জন। হচ্ছে স্লট পরিবর্তন, ভাল টিআরপির খোঁজে সব মহল। তবে এরই মধ্যে আরও এক নতুন খবর। আর গুঞ্জন নয়, বন্ধই হচ্ছে এই ধারাবাহিক। এই মাসেই শেষ সম্প্রচার হবে শুভঙ্কর সাহা ও স্বস্তিকা দত্ত অভিনীত ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’র। টিভিনাইন বাংলাকে স্বস্তিকা জানিয়েছেন, আগামী ২৫-২৬ তারিখেই শেষ হবে শুটিং। আর সম্প্রচারের শেষ তারিখ আগামী ২৯ জুলাই। কেন মাত্র সাত মাসেই বাজল বিদায় ঘণ্টা? বিগত বেশ কিছু মাসের টিআরপির হিসেবে বলছে প্রথম থেকেই বেশ তলার দিকেই এই ধারবাহিকের টিআরপি। একদা প্রাইম টাইমে শুরু হলেও কম টিআরপির কারণে স্লট বদলে এই ধারাবাহিককে দুপুরে নিয়ে আসা হয়। কিন্তু তা সত্ত্বেও টিআরপির হেরফের হয়নি। প্রতিযোগিতার যুগে তাই খানিক বাধ্য হয়েই শেষ হচ্ছে ধারাবাহিকটি।

এক অন্য ধরনের স্টোরিলাইন নিয়ে আগমন হয়েছিল এই ধারাবাহিকের। একজন ভেন্ট্রিলোকুইস্টের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। একই সঙ্গে স্বস্তিকাকে দেখা গিয়েছিল সবচেয়ে কনিষ্ঠ শাশুড়ির ভূমিকায় অভিনয় করতেও। স্বস্তিকার আগের ধারাবাহিকগুলি হিট তকমা পেলেও এ ক্ষেত্রে তা ঘটেনি। সে যাই হোক, শুধুমাত্র টেলিভিশনেই আর আটকে নেই স্বস্তিকা। তাঁকে দেখা গিয়েছে সিনেমা ও সিরিজেও। ‘গভীর জলের মাছ’-এ তাঁর কাজ বেশ প্রশংসিত হয়েছিল। অন্যদিকে সম্প্রতি তাঁর ছবি ‘ফাটাফাটি’ মুক্তি পেয়েছিল উইন্ডোজ প্রযোজনা সংস্থায়। ছবিতে তাঁর চরিত্রটি ছিল খানিক নেতিবাচক। এই মুহূর্তে হাতে বেশ কিছু সিরিজের কাজও রয়েছে তাঁর। সব মিলিয়ে দিন কাটছে চরম ব্যস্ততায়।