Children’s Day 2022: লাল জামার এই খুদেকে চিনতে পারছেন? আজ তাঁর লাস্যময়ী আবেদনে উত্তাল নেটপাড়া!

Children's Day 2022: তিনি বরাবরই ছক ভাঙা। ট্রোলিং তাঁর সঙ্গী হলেও তিনি ট্রোলকে তুড়ি মেরে উড়িয়ে দেন নিমেষে। বর্তমানে তাঁর যৌন আবেদনে কাঁপছে নেটপাড়া।

Children's Day 2022: লাল জামার এই খুদেকে চিনতে পারছেন? আজ তাঁর লাস্যময়ী আবেদনে উত্তাল নেটপাড়া!
চিনতে পারছেন কে?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2022 | 9:29 AM

ছোটবেলার রূপ ও এই রূপের মধ্যে যেন আকাশ পাতাল পার্থক্য। তাঁকে চেনাই দায়! তিনি বরাবরই ছক ভাঙা। ট্রোলিং তাঁর সঙ্গী হলেও তিনি ট্রোলকে তুড়ি মেরে উড়িয়ে দেন নিমেষে। বর্তমানে তাঁর যৌন আবেদনে কাঁপছে নেটপাড়া। কিন্তু ছোটবেলায় তিনি ছিলেন একেবারেই আলাদা। ছবিতে একেবারে ডান দিকে দু’পাশে সিঁথি করা লাল জামা পরা, একগাল হাসির এই খুদে কে চিনতে পারছেন? শিশুদিবস উপলক্ষে তাঁর এই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন তাঁর বোন। বোনের নামটা বলে দেওয়া যাক। আসফি জাভেদ? এবার কি চিনতে পেরেছেন?

ওই লাল জামা পরা মেয়েটি আর কেউ নন, বিতর্কের রানি উরফি জাভেদ। শিশুদিবস উপলক্ষে উরফি ও তাঁর ভাই বোনদের ছবি শেয়ার করেছেন আসফি। ভক্তরা দেখে অবাক! এখনকার উরফি ও ওই উরফির মধ্যে কিছুতেই মিল খুঁজেই পাচ্ছেন না তারা। উরফির দুই বোন। উরুশা ও আসফি। দুজনেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। দিদির মতো এতটা জনপ্রিয় না হলেও নিয়মিত ‘কন্টেন্ট’ শেয়ার করতে দেখা যায় তাঁদের।

অন্যদিকে আজকাল কোনও সমালোচনাই কানে নেন না উরফি। অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য তিনি পেয়েছে মৃত্যুর হুমকিও। সম্প্রতি তিনি এমন এক পোস্ট করেছেন যা নিয়ে চতুর্দিকে হয়েছে তুমুল হইচই। নগ্ন হয়ে ছবি পোস্ট করেছিলেন উরফি। দুটো হাত তাঁর স্তন ঢেকে হয়েছে। কার হাত তা যদিও রহস্য! আর এই ছবি দেখেই ওঠে তীব্র প্রতিবাদের ঝড়। বাদ দিয়ে দেওয়া হোক উরফিকে, করে দেওয়া হোক ব্যান– উঠেছে এমন দাবিও। উরফি যদিও নিরুত্তাপ। তাঁকে নিয়ে আলোচনা হোক– এমনটাই চান তিনি।

View this post on Instagram

A post shared by ASFI JAVED (@_asfi)