Arkaja Acharya: আমার আর মৌমিতার চেহারাটাই কেবল এক, অভিনয়টা নয়: অর্কজা আচার্য
Bengali Serial: এক নামের নায়ক-নায়িকা, অভিনেতা-অভিনেত্রীরা আছেন। নাম নিয়ে সমস্যায় পড়তে হয় তাঁদের। এ যেন এক 'ক্রাইসিস'। যতই শেক্সপিয়র বলেন, 'নামে কী আছে?' কিন্তু শো-বিজ়ে তো নাম কামানোই আসল ব্যাপার। তবে চেহারা আলাদা হলে নামের মিলকেও অগ্রাহ্য করা যায়। কিন্তু যদি চেহারাটাই মিলে যায়! তেমনটাই হয়েছে বাংলা সিরিয়াল এবং থিয়েটার অভিনেত্রী অর্কজা আচার্য্যর সঙ্গে।

স্নেহা সেনগুপ্ত
কথিত আছে, এই বিশ্বে নাকি ৭ জন মানুষ আছেন, যাঁদের দেখতে এক্কেবারে একই রকম। তাঁদের বলা হয় লুক অ্যালাইক, কিংবা হমশকল। কারও- কারও ভাগ্যে নিজের লুক অ্যালাইককে দেখার সুযোগ ঘটে। তারকাদের হমশকলরা আবার লাইমলাইটে চলে আসেন। তাঁদের নিয়েও তৈরি হয়ে নানা আলোচনা, খবর। কিন্তু একই ইন্ডাস্ট্রিতে যদি একই রকম দেখতে দু’জন নায়িকা থাকেন, কেমন হয় ব্যাপারটা! এমনটাই ঘটেছে টেলিপাড়ায়। সাম্প্রতিকতম বাংলা সিরিয়ালের দুনিয়ায় অল্পদিনের ব্যবধানেই এক অভিনেত্রী পেয়ে গেলেন তাঁর হমশকলকে। এবং তা নিয়ে বিড়ম্বনারও অন্ত রইল না।
এক নামের নায়ক-নায়িকা, অভিনেতা-অভিনেত্রীরা আছেন। নাম নিয়ে সমস্যায় পড়তে হয় তাঁদের। এ যেন এক ‘ক্রাইসিস’। যতই শেক্সপিয়র বলেন, ‘নামে কী আছে?’ কিন্তু শো-বিজ়ে তো নাম কামানোই আসল ব্যাপার। তবে চেহারা আলাদা হলে নামের মিলকেও অগ্রাহ্য করা যায়। কিন্তু যদি চেহারাটাই মিলে যায়!
তেমনটাই হয়েছে বাংলা সিরিয়াল এবং থিয়েটার অভিনেত্রী অর্কজা আচার্য্যর সঙ্গে। ২০২১ সালের ১ অগস্ট প্রথম সম্প্রচার শুরু করে তাঁর অভিনীত প্রথম বাংলা ধারাবাবহিক ‘ওগো নিরুপমা’। থিয়েটার থেকে আসা এক অভিনেত্রীর যাত্রা শুরু হয় সিরিয়ালে। তাঁকে নিয়ে আলোচনাও হয় বিস্তর। অল্পদিনের মধ্যেই মঞ্চের মতো সিরিয়ালের দর্শকের মনেও জায়গা করে নিয়েছিলেন তিনি। তারপর সেই সিরিয়াল শেষ হয়। এখন তিনি সাহিত্য়ের সেরা সময়ে অভিনয় করছেন ‘কড়ি দিয়ে কিনলাম’ গল্পে। কিন্তু তার মধ্যেই ঘটে গেল এই ঘটনা।
সময়টা এগিয়ে গেল আরও দুই বছর। ২০২৩ সালের সেই অগস্টের ২৮ তারিখে ওই একই চ্যানেলে শুরু হল ‘লাভ বিয়ে আজকাল’। নায়িকাকে দেখেই সক্কলে চমকে গেলেন। এ তো অর্কজা! তেমনটাই মেনে নিলেন দর্শক। কিন্তু না। অর্কজা নন, তাঁরই মতো দেখতে অন্য নায়িকা। তাঁর নাম মৌমিতা সরকার। অর্কজার মতো দেখতে হলেও তাঁদের জীবনটা আলাদা। সিরিয়ালে অভিনয় করতে আসার আগে তিনি ছিলেন এক মডেল।
এদিকে নিজের মতো দেখতে এক অভিনেত্রীকে দেখে অর্কজা অবাক। প্রোমো শুরু হওয়ার পর থেকে একের পর-এক ফোন আসতে থাকে তাঁর কাছে। আত্মীয়স্বজন থেকে শুরু করে কাছের বন্ধু, ইন্ডাস্ট্রির বন্ধু, চ্যানেল, অন্যান্য প্রযোজনা সংস্থা – সকলেরই ভ্রান্ত ধারণা তৈরি হয়। সকলেরই মনে হতে শুরু করে ‘লাভ বিয়ে আজকাল’-এর নায়িকা আসলে অর্কজাই।
এ ব্যাপারে TV9 বাংলা যোগাযোগ করেছিল অর্কজার সঙ্গে। মৌমিতা সরকারের সঙ্গে তাঁর চেহারার হুবহু মিল সম্পর্কে কী বলেছেন নায়িকা?
প্রশ্ন শুনে অর্কজা প্রথমে হেসেই ফেললেন। তারপর বললেন, “আর বলবেন না। কী যে জ্বালায় আছি আমি। এই সিরিয়ালটার (পড়ুন লাভ বিয়ে আজকাল) প্রোমো শুরু হওয়ার পর থেকেই আমার কাছে অঢেল ফোন আসতে শুরু করে। আমি আকাশ থেকে পড়ি। সিরিয়ালের নায়িকাকে ভীষণভাবে আমার মতোই দেখতে। প্রথমে সকলের ভুল ভাঙাতাম। তারপর দেখলাম এই ভুল ধারণা অনেকের মধ্যেই আছে। এখন আর ভুলটা ভাঙাই না আমি। বিষয়টায় খানিক বিরক্ত হয়ে গিয়েছি আমি।”
একই রকম দেখতে নায়িকা যদি ইন্ডাস্ট্রিতে থাকে, তা হলে কি সেটা দুই নায়িকার ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করে? অর্কজা বললেন, “আমি কিন্তু বিষয়টাকে তেমন গুরুত্বই দিই না। প্রচুর ফোন এসেছে। সেটায় বিচলিত হয়েছি। ব্যাস, ওই পর্যন্তই। আমি একটা কথা জানি, মৌমিতা নিশ্চয়ই অভিনয়টা আমার মতো করে না। সেই দিক থেকে দেখতে গেলে আমরা পৃথক।”
