Ranojoy Bishnu-Sohini Sarkar: শোভনের সঙ্গে সোহিনীর প্রেমে কি বুকে ব্যথা হচ্ছে রণজয়ের? TV9 বাংলাকে কী বললেন অভিনেতা…
Ranojoy Vishnu: টলিপড়ায় সর্বত্র শোনা যাচ্ছিল সোহিনী নাকি প্রেম করছেন শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শোভন একজন জনপ্রিয় গায়ক, যিনি এক সময় সম্পর্কে ছিলেন গায়িকা ইমন চক্রবর্তী সঙ্গে। এবং তাঁর শেষ প্রেম হয় অভিনেত্রী স্বস্তিকা দত্তর সঙ্গে। সেই শোভনই ভায়োলিন বাজ়িয়ে দেন সোহিনীর মনে। বিভিন্ন পার্টিতে, বন্ধুদের সঙ্গে ভ্রমণে সোহিনীর সঙ্গে দেখা যায় শোভনকে। কিছুদিন আগেই বেড়াতে গিয়েছিলেন দুই তারকা। সেখানে প্রকৃতির কোলে তাঁদের ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়।
তিনি ছিলেন অভিনেত্রী সোহিনী সরকারের প্রেমিক। তাঁর নাম রণজয় বিষ্ণু। মাস খানেক আগে শেষ হয়েছে রণজয় অভিনীত ধারাবাহিক ‘গুড্ডি’। সেই ধারাবাহিক চলাকালীন সোহিনীর সঙ্গে তাঁর প্রেমের চিড় ধরে রণজয়ের। আলাদা হয়ে যান দু’জনে। ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় গত বছর বইমেলাতে এক করার চেষ্টা করেছিলেন রণজয় এবং সোহিনীকে। যদিও সেই পথ আর এক হয়নি। তারপর ফের তাঁদের প্রেমের ভাঙন নিয়ে গুঞ্জন শুরু হয়।
টলিপড়ায় সর্বত্র শোনা যাচ্ছিল সোহিনী নাকি প্রেম করছেন শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শোভন একজন জনপ্রিয় গায়ক, যিনি এক সময় সম্পর্কে ছিলেন গায়িকা ইমন চক্রবর্তী সঙ্গে। এবং তাঁর শেষ প্রেম হয় অভিনেত্রী স্বস্তিকা দত্তর সঙ্গে। সেই শোভনই ভায়োলিন বাজ়িয়ে দেন সোহিনীর মনে। বিভিন্ন পার্টিতে, বন্ধুদের সঙ্গে ভ্রমণে সোহিনীর সঙ্গে দেখা যায় শোভনকে। কিছুদিন আগেই বেড়াতে গিয়েছিলেন দুই তারকা। সেখানে প্রকৃতির কোলে তাঁদের ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। এবং সেখানেই শোভন স্বীকার করে নেন সোহিনীর সঙ্গে তাঁর সম্পর্কের কথাও। সরাসরি না হলেও, যে কথা শোভন লিখেছেন, তা প্রেমিকা ছাড়া অন্য কাউকেই বলা যায় না। তিনি লিখেছিলেন, তাঁর শেষ সবকিছু শুধুই সোহিনীর।
এদিকে রণজয় বিষ্ণু সবটাই দেখছেন দূর থেকে। প্রাক্তন প্রেমিকা সোহিনীর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে এক গায়কের। কী প্রতিক্রিয়া তাঁর? জানতে চাইল TV9 বাংলা। রণজয় বলেছেন, “সোহিনীর নতুন প্রেম নিয়ে আমার কোনও বক্তব্য নেই। তবে এটুকু বলতে চাই, আমি ওকে খুব সম্মান করি।”