
ঠাকুরপুকুর দুর্ঘটনার জের! ‘ভিডিয়ো বৌমা’ ধারাবাহিক থেকে বাদ দেওয়া হল কন্টেন্ট ক্রিয়েটার স্যান্ডি সাহাকে। রবিবার সকালবেলা যে দুর্ঘটনা ঘটে, তার জেরে তোলপাড় হচ্ছে টলিপাড়া। গত কয়েকদিন ধরেই সেই সুবাদে খবরের শিরোনামে রয়েছেন স্যান্ডি। যদিও ঘটনার সঙ্গে তিনি যে যুক্ত ছিলেন না, তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন। স্যান্ডি শনিবার নিশিঠেকে রাতপার্টি করলেও রবিবার যথাসময় পৌঁছে গিয়েছিলেন শুটিং সেটে। ঘটনার কথা কানে যেতেই তিনি নিজে প্রতিবাদ করেছিলেন। জানিয়েছিলেন, দোষীদের শাস্তি চান। যদিও শেষ রক্ষা হল না। কোপ পড়ল তাঁর কেরিয়ারে। দু’দিনের মাথাতেই তাঁকে ধারাবাহিক থেকে সরিয়ে দেওয়া হয়।
বুধবারই তিনি জানতে পেরে গেলেন যে এই ধারাবাহিক থেকে তাঁকে সরে যেতে হচ্ছে। TV9 বাংলাকে এই বিষয় স্যান্ডি বললেন, “আমি ঘটনাস্থলে ছিলাম না, তবুও আমাকে বাদ দেওয়া হল সিরিয়াল থেকে। ফোন করে আমাকে বলা হল, কাল থেকে আর শ্যুট নেই। আসলে এই ঘটনার পর এত কটাক্ষ আসছে জনগণের থেকে তাই বাদ দিল। যদিও আমি ওই গাড়িতেই ছিলাম না।”