বাস ড্রাইভারকে কৃতজ্ঞতা জানালেন ‘একদা’ কন্ডাক্টর রজনীকান্ত!

শুভঙ্কর চক্রবর্তী |

Apr 04, 2021 | 3:37 PM

থালাইভার আসল নাম শিবাজি রাও গায়কোয়াড়। কখনও তিনি কুলি হয়ে জিনিসপত্র বয়েছেন, কখনও বাসের টিকিট কেটেছেন কন্ডাক্টর হয়ে।

বাস ড্রাইভারকে কৃতজ্ঞতা জানালেন একদা কন্ডাক্টর রজনীকান্ত!
রজনীকান্ত: প্রতীকী ছবি

Follow Us

দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন থালাইভা রজনীকান্ত। এই সম্মান পাওয়ার পর একাধিক ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা জানালেন রজনীকান্ত। কৃতজ্ঞতা জানালেন বাস চালক রাজ বাহাদুরকেও। রজনীকান্ত যখন বাসের কন্ডাক্টর ছিলেন তখন এই রাজ বাহাদুর তাঁকে সময়ে-সময়ে বিভিন্ন অডিশনের সম্পর্কে অবহিত করতেন।

 

আরও পড়ুন কোভিড রিপোর্ট কী হবে, নেগেটিভ/পজিটিভ? প্রশ্ন কার্তিক আরিয়ানের

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারকে ছাড়াও বাস চালক রাজ বাহাদুর সহ বেশ কয়েকজনকে ধন্যবাদ জানিয়েছেন। যিনি রজনী যখন বাসের কন্ডাক্টর ছিলেন তখন অভিনয়ের অডিশনের কথা জানাতেন। ‘আমার অভিনয়ের দক্ষতা আবিষ্কারের জন্য উৎসাহিত করার জন্য, আমার বন্ধু রাজ বাহাদুরকে ধন্যবাদ’, লেখেন রজনী। তিনি আরও লেখেন, ‘দারিদ্র্যে জর্জরিত হয়েও আমাকে অভিনেতা করার জন্য তিনি যে সমস্ত ত্যাগ স্বীকার করেছিলেন তার জন্য’ রজনীকান্ত তার ভাই সত্যনারায়ণ রাও গায়কোয়াড়কে ধন্যবাদ জানিয়েছেন।

 

 

থালাইভার আসল নাম শিবাজি রাও গায়কোয়াড়। কখনও তিনি কুলি হয়ে জিনিসপত্র বয়েছেন, কখনও বাসের টিকিট কেটেছেন কন্ডাক্টর হয়ে। আর আজ সেই রজনীকান্ত ৫১তম দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়ে ছিলেন, ‘এই ঘোষণা করতে ভাল লাগছে যে, ২০১৯-র দাদাসাহেব ফালকে পুরস্কার পাবেন ভারতীয় সিনেমার অন্যতম অসাধারণ অভিনেতা রজনীকান্ত। অভিনেতা, প্রযোজক, চিত্রনাট্যকার হিসেবে তাঁর অবদান অসামান্য।’

 

Next Article