ডাউন সিনড্রোম নিয়েই পর্দার নায়ক গোপীকৃষ্ণন, আমিরের ‘সিতারে জমিন পর’ ছবিতে কীভাবে পেলেন সুযোগ?

১৯৯৮ সালে দক্ষিণ ভারতের কোজিকোড়েতে জন্ম হয় গোপীকৃষ্ণনের। ছোটবেলা থেকেই গোপীর মনের জোর প্রবল। ডাউন সিনড্রোম থাকলেও, নিজেকে কখনও দুর্বল ভাবেননি।

ডাউন সিনড্রোম নিয়েই পর্দার নায়ক গোপীকৃষ্ণন, আমিরের সিতারে জমিন পর ছবিতে কীভাবে পেলেন সুযোগ?

|

May 20, 2025 | 8:24 PM

ইচ্ছা এবং মনের জোর থাকলে যে যেকোনও কঠিন লড়াইকেই জেতা যায়। তা ফের যেন প্রমাণ করে দেখালেন মালায়লম ছবির অভিনেতা গোপীকৃষ্ণন ভার্মা। ডাউন সিনড্রোমের মতো জটিল সমস্যা নিয়েও, আমির খানের নতুন ছবি সিতারে জমিন পর-এর নায়ক হলেন তিনি।

১৯৯৮ সালে দক্ষিণ ভারতের কোজিকোড়েতে জন্ম হয় গোপীকৃষ্ণনের। ছোটবেলা থেকেই গোপীর মনের জোর প্রবল। ডাউন সিনড্রোম থাকলেও, নিজেকে কখনও দুর্বল ভাবেননি। তবে আমিরের সিতারে জমিন পরই তার প্রথম ছবি নয়। এর আগে মালায়লম ছবিতেও অভিনয় করেছেন গোপী। নাম উঠেছিল গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডেও।

জানা গিয়েছে, আমিরের অন্ধভক্ত হলেন গোপী। প্রথম অডিশনেই তাঁর অভিনয় পছন্দ করে ফেলেন আমির খান। আমির নাকি তাঁকে বলেছেন, সিতারে জমিন পর ছবির আসল তারাটাই হলে তুমি। আমিরের মুখ থেকে এমন কথা শুনে একেবারে আপ্লুচ গোপীকৃষ্ণন।

আগামী জুন মাসেই মুক্তি পাচ্ছে তারে জমিন পর ছবির সিক্যুয়েল সিতারে জমিন পর। সোমবার সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে এই ছবিরই পোস্টার ভাগ করে নিলেন আমির খান। আগামী ২০ জুন মুক্তি পাচ্ছে এই ছবি। সূত্রের খবর, সিতারে জমিন পর ছবিটি একটি স্পোর্টস ড্রামা। আমিরের কথায়, এই ছবির নায়ক আমি নই, ছবির গল্পই হল আসল হিরো।