পেটের স্ট্রেচ মার্কসকে সোশ্যাল মিডিয়ায় ফ্লন্ট করেন ‘পাত্রী’। আর পাত্র ‘আর ক’টা বিয়ে করবেন?’ প্রশ্ন শুনে জবাব দেন ‘মধ্যমা’। কিন্তু বৌভাতের সকালটা ‘স্ট্রেচ’, মানে টেনে বড় করলেও, নতুন বউয়ের সঙ্গে কাটানোর সময়ই নেই বরের। কারণ ‘শুটিং-এর চাপ’।
কথা হচ্ছে মেয়র পারিষদ-কন্য়া দেবলীনা কুমার (Devlina kumar) আর উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়কে (Gourab Chatterjee) নিয়ে। আগামী পরশু, ৯ ডিসেম্বর যাঁদের বিয়ে। আর বৌভাত? গৌরবের কথায়, “শুটিং-এর যা চাপ, আমাকে বৌভাতের দিন সকালেও শুট করতে হবে।”
টলিউডে এখন বিবাহ অভিযান। অনির্বাণ-মধুরিমার পর দেবলীনা-গৌরব। তিন বছরের প্রেমের পরিণতি। তবে দু’জনের কেউই কোমর বেঁধে পুরোপুরি বিয়ের প্রস্তুতিতে ডুব দিতে পারছেন না। কারণ দু’জনেই চরম ব্যস্ত। উত্তম কুমারের পৌত্র, গৌরব চট্টোপাধ্যায় জনপ্রিয় ‘করুণাময়ী রানি রাসমণি’ সিরিয়ালের ‘মথুরবাবু’। প্রায় প্রতিদিনই শুটিং। আর ‘রঙ্গবতী’ দেবলীনা কুমার সদ্য দার্জিলিং থেকে ফিরেছেন পরিচালক রাজর্ষি দে-র ‘আবার কাঞ্চনজঙ্ঘা’-র শুটিং সেরে। ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে অরিন্দম শীলের ‘তিরন্দাজ শবর’-এর শুটিং। কপাল ভাল যে, শবরের শুটিং কয়েক দিন পিছিয়েছে। একটু ফুরসৎ মিলেছে দেবলীনার।
যতই ব্যস্ততা থাকুক, বিয়ে বলে কথা! বাঙালি বাড়িতে সাজো-সাজো রব হবে না, তাই হয় নাকি! দুই বাড়িতেই চলছে জোর। বর-কনে কী পরবেন, কেমন সাজবেন, তা নিয়ে কৌতূহলও তুঙ্গে। লাল বেনারসি পরে বিয়ে করবেন দেবলীনা কুমার। বেনারস থেকে বেশ কিছু শাড়ি-লেহেঙ্গা কিনেছেন তিনি। লুক সেট করে দেবেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়। বিয়ের মেক-আপ করবেন মেক-আপ আর্টিস্ট উজ্জ্বল দেবনাথ, রিসেপশনে সেই দায়িত্ব সামলাবেন বাবুসোনা সাহা।
আর গয়নাগাটি? দেবলীনার কথায়, “ছোটবেলা থেকেই আমি গয়না পরতে আমি ভীষণ ভালবাসি। আজ পর্যন্ত মা-বাবা যা গয়নাগাটি দিয়েছে, সব পরে ফেলব।” এর একেবারেই উল্টো গৌরব। গয়নাগাটি একদমই পছন্দ নয়। গৌরব জানিয়েছেন, এনগেজমেন্টে যে আংটিটা দেবলীনা ওঁকে দিয়েছেন, শুধু সেটা পরেই বিয়ে করবেন তিনি। আর পোশাক? সেখানেও কি সাদামাটা ভাব? “আসলে ব্র্যান্ডেড, ফ্যাশনেবল জামা-কাপড়ের প্রতি আমার খুব একটা ঝোঁক নেই। বিয়ের পোশাক নিয়েও খুব একটা কিছু ভাবিনি। বন্ধু অভিষেক রায় এবং নীলয় সেনগুপ্ত যা বানিয়ে দিচ্ছেন, তাই-ই পরব। আর রিসেপশনে টেলর-মেড স্যুট পরার ইচ্ছে,” বললেন গৌরব। খুব বেশি মেক-আপও না-পসন্দ গৌরবের। তবে হালকা টাচ-আপ থাকবে।
তিন বছর আগে গৌরবের বোনের বিয়েতে দুজনের আলাপ হয়েছিল। তারপর প্রেম বাসা বেঁধেছিল নিঃশব্দে। আজ পর্যন্ত কেউই কাউকে ঘটা করে প্রোপোজ করেননি। এহেন মৌন-মুখর প্রেম এবার পরিণতি পাবে বুধবার। খুব ঘরোয়া ভাবেই বিয়েটা সারতে চাইছেন দেবলীনা-গৌরব। আত্মীয়স্বজন আর খুব কাছের বন্ধু ছাড়া আর কেউই থাকছেন না সে দিন। ১৫ ডিসেম্বর পি সি চন্দ্র গার্ডেনস-এ বসছে প্রীতিভোজের আসর। ১৭ ডিসেম্বর বৌভাত, সেন্ট পলস ক্যাথিড্রাল-এ। দুই তরফেরই মেনুতে থাকবে বাঙালি খাবার।
বিয়ের পর হানিমুনে কোথায় যাবেন নব দম্পতি? এই মুহূর্তে শুটিংয়ের যা ব্য়স্ততা, দু’জনের কারওরই কোথাও যাওয়ার প্ল্যান নেই।