চোস্ত তেলেগুতে করোনা-সচেতনতা নিয়ে আলিয়ার বক্তব্য, আপ্লুত নেটিজেনরা

রণজিৎ দে |

May 07, 2021 | 6:31 PM

প্রধান চারটে দক্ষিণী ভাষা এবং হিন্দিতে এই ভিডিয়োটি বানিয়েছেন রাজামৌলি। রাজামৌলি নিজে মালায়ালামে, রামচরণ তামিলে, রামারাও কানাড়ায়, অজয় দেবগণ হিন্দিতে এবং আলিয়া চোস্ত তেলেগুতে নিজেদের বক্তব্য রেখেছেন।

চোস্ত তেলেগুতে করোনা-সচেতনতা নিয়ে আলিয়ার বক্তব্য, আপ্লুত নেটিজেনরা
আলিয়া ভাট

Follow Us

অনেক দিন আগেই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট। বলি-প্রেমীদের মন জিতে নিয়েছেন তিনি। এবার হয়ত খুব শীঘ্রই দক্ষিণী সিনেমা জগতে নিজের সাম্রাজ্য বিস্তার করতে চলেছেন তিনি। কী করে আলিয়া জিতে এলেন দক্ষিণীদের মন? ভাষা দিয়ে।

ভাষার শক্তি অপার। একদিন বাংলাদেশের মানুষ যেমন ভাষার জন্য প্রাণ দিয়েছিল,ঠিক তেমনি এই ভাষা দিয়েই দক্ষিণীদের মন জয় করে নিলেন আলিয়া। তিনি চোস্ত তেলেগুতে করোনা সচেতনতা নিয়ে বক্তব্য রাখলেন। কী সুস্পষ্ট উচ্চারণ! কোথাও এতটুকু হোঁচট নেই। বলার ভঙ্গিতে কী অসম্ভব সাবলীলতা! তাঁর ঝরঝরে, ঠোক্করহীন, স্পষ্ট তেলেগু উচ্চারণে দক্ষিণীদের মন মজেছে। প্রশংসায় কমেন্ট-বক্স ভেসে গিয়েছে।

পরিচালক রাজামৌলির নতুন ছবি’আর আর আর’-এ অভিনয় করেছেন আলিয়া ভাট। এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে। পরিচালক তাঁর ছবির প্রধাণ অভিনেতাদের নিয়ে করোনা-সচেতনতার ওপর একটি ভিডিয়ো বানিয়েছেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। ছবির মূল অভিনেতারা, রামচরণ, জুনিয়র এ টি রামা রাও, আলিয়া ভাট, অজয় দেবগণ এবং পরিচালক নিজে এই ভিডিয়োর মাধ্যমে করোনা-সচেতনতা ছড়িয়ে দেবার চেষ্টা করেছেন। তাঁরা বার বার অনুরোধ জানিয়েছেন মাস্ক পরতে। বাড়িতে থাকতে। সামাজিক দূরত্ববিধি মেনে চলতে। সময় মত ভ্যাকসিন নিতে। প্রধান চারটে দক্ষিণী ভাষা এবং হিন্দিতে এই ভিডিয়োটি বানিয়েছেন রাজামৌলি। রাজামৌলি নিজে মালায়ালামে, রামচরণ তামিলে, রামারাও কানাড়ায়, অজয় দেবগণ হিন্দিতে এবং আলিয়া চোস্ত তেলেগুতে নিজেদের বক্তব্য রেখেছেন।

আলিয়ার তেলেগু উচ্চারণে আপ্লুত নেটিজেনরা। কেউ লিখেছেন ‘বিশ্বাসই হচ্ছে না! এত নিখুঁত উচ্চারণ!’। কেউ লিখেছেন ‘অসাধারণ’, ‘অবিশ্বাস্য’। আবার কেউ লিখেছেন ‘তেলেগুতে যারা কাজ করেন,তাদের অনেকের থেকে ভাল কাজ করেছেন আলিয়া।’ মোট কথা আলিয়া তেলেগু দিয়ে দক্ষিণীদের মন জয় করে নিয়েছেন।

আরও পড়ুন:নিউ ইয়র্ক সিটি ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার সম্মান পেলেন অনুপম

দু’জন তেলেগু স্বাধীণতা সংগ্রামী রাজু এবং ভীমের গল্প ‘আর আর আর’(RRR)। ঠিক ছিল অক্টোবরে ছবি রিলিজ করবে। কিন্তু ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন পরিস্থিতি যে দিকে এগোচ্ছে সামনের বছর জানুয়ারির মকর সংক্রান্তিতে ছবির রিলিজ হওয়ার সম্ভাবনা। এমনকী ওই সূত্র জানিয়েছেন ডিজিট্যাল রিলিজের কথাও চিন্তা-ভাবনা করা হচ্ছে।

 

Next Article