ফের শুরু হচ্ছে ‘দ্য কপিল শর্মা’? নতুন কী কী চমক থাকবে?

স্বরলিপি ভট্টাচার্য |

Mar 26, 2021 | 3:11 PM

কপিলের ভূয়সী প্রশংসা করেছেন কৃষ্ণা। তিনি জানিয়েছেন, কপিলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বুদ্ধিদীপ্ত ভাবনা টিমের সকলকে অনুপ্রাণিত করে।

ফের শুরু হচ্ছে ‘দ্য কপিল শর্মা’? নতুন কী কী চমক থাকবে?
কপিল শর্মা।

Follow Us

জনপ্রিয় টেলিভিশন শো ‘দ্য কপিল শর্মা’ (Kapil Sharma) চলতি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বন্ধ হয়ে গিয়েছিল। জনপ্রিয় শো বন্ধ হয়ে যাওয়ার কারণ নিয়ে বিভিন্ন জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে। কপিল নিজে অবশ্য পারিবারিক কারণের কথাই বলেছিলেন। ফের নাকি শুরু হতে চলেছে সেই শো। দর্শকের জন্য সুখবর তো বটেই!

শোনা যাচ্ছে, আগামী মে মাসে ফের চালু হবে ‘দ্য কপিল শর্মা’ শো। এই শো-এ স্বপ্না চরিত্রে অভিনয় করতেন অভিনেতা কৃষ্ণা অভিষেক এই খবর সাংবাদিকদের জানিয়েছেন। কৃষ্ণা বলেন, “টেলিভিশনে আগামী মে মাস থেকে এই শো ফের শুরু হবে। ডেট এখনও ফাইনাল হয়নি। বেশ কিছু নতুন জিনিস থাকবে। সেটও নতুন করে সাজানো হচ্ছে। আগে সেট যেভাবে সাজানো থাকত, তার কিছুটা বদল হচ্ছে। আর কয়েকদিনের মধ্যেই আরও খবর দিতে পারব।”

কৃষ্ণা জানিয়েছেন, তিনি গোটা টিমকে খুব মিস করছেন। হাসি, আড্ডা, কাজ নিয়ে কীভাবে গোটা দিন কেটে যেত, তা নাকি তাঁরা বুঝতেই পারতেন না। “আমি আর কপিল ফোনে এটা নিয়ে অনেক কথা বলতাম। কারণ আমরা দু’জনেই ফিরতে চাইছিলাম। নতুন নতুন আইডিয়া নিয়ে কথা হত,” শেয়ার করেছেন কৃষ্ণা।

আরও পড়ুন, প্রচারে বেরিয়ে ‘কৃষ্ণনাম’ করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

পাশাপাশি কপিলের ভূয়সী প্রশংসা করেছেন কৃষ্ণা। তিনি জানিয়েছেন, কপিলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বুদ্ধিদীপ্ত ভাবনা টিমের সকলকে অনুপ্রাণিত করে। কয়েক মাস আগে পারিবারিক কারণকেই এই শো বন্ধ হয়ে যাওয়ার একমাত্র কারণ বলে দাবি করেছিলেন কপিল। কপিল এবং গিন্নি বিয়ে করেন ২০১৮ সালে। ২০১৯-এর ডিসেম্বরে তাঁদের প্রথম সন্তান আনয়রার জন্ম হয়। কিছুদিন আগেই দম্পতি পুত্র সন্তানের বাবা-মা হন। সে কারণেই নাকি কিছুদিন কাজ থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়েছেন কপিল। ফের ফিরছেন কাজে। তবে এ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি।

Next Article