AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

The Kerala Story: ‘দ্য কেরালা স্টোরি’ বিতর্ক প্রসঙ্গে সাফ প্রশ্ন তুললেন ছবির প্রধান চরিত্র আদাহ শর্মা

Adah Sharma: বন্ধ প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য়, দর্শক ঠিক করবেন তাঁরা ছবিটিকে কীভাবে দেখবেন। বিতর্ককে সঙ্গী করেই বক্সঅফিসে বাজিমাত করছে 'দ্য কেরালা স্টোরি'। ইতিমধ্যেই ১৫০ কোটির ক্লাব পার করেছে এই ছবি।

The Kerala Story: 'দ্য কেরালা স্টোরি' বিতর্ক প্রসঙ্গে সাফ প্রশ্ন তুললেন ছবির প্রধান চরিত্র আদাহ শর্মা
'দ্য কেরালা স্টোরি' বিতর্ক প্রসঙ্গে সাফ প্রশ্ন তুললেন ছবির প্রধান চরিত্র আদাহ শর্মা
| Edited By: | Updated on: May 17, 2023 | 5:00 PM
Share

বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের (Sudipto Sen) ছবি ‘দ্য় কেরালা স্টোরি’ (The Kerala Story) নিয়ে বিতর্ক যেন থামছেই না। গত ৫ মে মুক্তি পেয়েছে এই ছবি। তারপর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দু ‘দ্য় কেরালা স্টোরি’। বিতর্কের মাঝেই ছবি প্রসঙ্গে মুখ খুললেন ছবির মূল চরিত্র আদাহ শর্মা (Adah Sharma) ওরফে শালিনী উন্নিকৃষ্ণণ। তাঁর বক্তব্য এই ছবি মোটেই ইসলামবিরোধী নয়। এই বিষয়ে আর কী বলছেন আদাহ?

গত ৫ মে মুক্তি পেয়ছে সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’। মুক্তির পরই বিতর্কের ঝড় ওঠে এই ছবি নিয়ে। ৮ মে নবান্নে সাংবাদিক সম্মেলন করে ছবিটিকে রাজ্যে নিষিদ্ধের নির্দেশ দেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্যের পাশাপাশি তামিলনাড়ুতেও বন্ধ হয়েছে এই ছবির প্রদর্শনী। আর পরই গর্জে উঠেছেন আদাহ। ছবিতে শালিনী পাকচক্রে কেন ফতেমা হন তাই-ই দেখানো হয়েছে। পাশাপাশি সিরিয়ার জঙ্গী শিবিরে শালিনীর যোগদান ও তাঁর দুর্বিষহ জীবনের কাহিনীই ফুটিয়ে তোলা হয়েছে এই ছবির মাধ্য়মে। আর এরপরই এই ছবিকে ইসলামবিরোধী ছবি বলে দাগিয়েছে বেশ কিছু রাজনৈতিক দল। এই প্রসঙ্গে আদাহর দাবি, এই ছবি ইসলাম বিরোধী নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই ছবিতে বলা হয়েছে যে মানুষ আতঙ্কবাদের জন্য ইসলামকে হাতিয়ার বানিয়েছে ছেলে-মেয়েদের আইসিএসস গ্রুপে যোগ দেওয়ানোর জন্য। তাই যাঁরা ভাবছেন এই ছবি ইসলাম ধর্মের বিরুদ্ধে একেবারেই ভুল ভাবছেন। ‘দ্য কেরালা স্টোরি’ কোনও ধর্মের বিরুদ্ধে নয়। এই ছবিন শুধুই আতঙ্কবাদ নিয়ে বার্তা দিতে চেয়েছে। আর আতঙ্কবাদীদের বিশেষ কোনও ধর্ম হয় না। আমি আমার ধর্ম নিয়ে আত্মবিশ্বাসী। তাই আমি অন্য কারও ধর্মকে ছোট করব না। আমরা এমন একটা দেশে থাকি যেখানে বিভিন্ন ধর্মের মানুষ থাকেন। আর সবাইকে শ্রদ্ধা করা হয়।’

বন্ধ প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য়, দর্শক ঠিক করবেন তাঁরা ছবিটকে কীভাবে দেখবেন। বিতর্ককে সঙ্গী করেই বক্সঅফিসে বাজিমাত করছে ‘দ্য কেরালা স্টোরি’। ইতিমধ্যেই ১৫০ কোটির ক্লাব পার করেছে এই ছবি।  ৫ মে ভারতে মুক্তির পর ১২ মে বিশ্বের আরও ৩৭টি দেশে মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও যে মানুষ এই ছবি দেখছেন তাতে খুশি আদাহ, জানিয়েছেন সেকথাও।