
ব্রডওয়ের জনপ্রিয় নাটক ‘দ্য লায়ন কিং’-এ ছোটবেলার নালার চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন ইমানি দিয়া স্মিথ। অভিনেত্রীর রহস্যজনক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। নিউ জার্সির এডিসন শহরের একটি বাড়িতে ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমাণ, অভিনেত্রীকে খুন করা হয়েছে।
নিউ জার্সির মিডলসেক্স কাউন্টি প্রসিকিউটর অফিসের তথ্য অনুযায়ী, গত ২১ ডিসেম্বর এডিসন শহরের একটি আবাসনে ৯১১-এ ফোন পেয়ে দ্রুত উপস্থিত হয় পুলিশ। সেখানে গুরুতর জখম অবস্থায় ইমানি দিয়া স্মিথকে উদ্ধার করা হয়। তাঁর শরীরে একাধিক ছুরির আঘাতের চিহ্ন ছিল। দ্রুত তাঁকে রবার্ট উড জনসন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করা হয়।
অভিনেত্রীর মৃত্যুর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইমানি স্মিথের প্রেমিক জর্ডান ডি জ্যাকসন-স্মলকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রসিকিউটর অফিসের একটি বিবৃতিতে বলা হয়েছে, “স্মিথ এবং জ্যাকসন-স্মল আগে থেকেই একে অপরের পরিচিত ছিলেন। সুতরাং এটি কোনও আকস্মিক বা উদ্দেশ্যহীন সহিংসতা ছিল না।”
ইমানির অকাল প্রয়াণে শোক প্রকাশ করে তাঁর মাসি কিরা হেল্পার লিখেছেন, “ইমানির সামনে পুরো জীবন পড়ে ছিল। সে ছিল প্রাণচঞ্চল, ভালবাসায় পূর্ণ এবং অত্যন্ত প্রতিভাবান একজন মানুষ। সে ছিল একাধারে চমৎকার অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী। ডিজনি’র ‘লায়ন কিং’-এ ইয়াং নালার চরিত্রে তাঁর অভিনয় বিশ্বজুড়ে ছড়িয়েছিল।” পুলিশের পক্ষ থেকে এই মামলার আরও তদন্ত চালানো হচ্ছে।