অমিতাভের বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রি উত্তাল, রেখাকে একদিন বাড়িতে ডেকে জয়া বললেন…

Jun 03, 2021 | 1:18 PM

৪৮টা বসন্ত পার করে ফেললেন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। আজ অর্থাৎ বৃহস্পতিবার তাঁদের বিবাহবার্ষিকী। বিবাহবার্ষিকীতে ফিরে দেখা যাক অমিতাভ-জয়ার সেই সিনেমার মতো প্রেমের আখ্যান।

1 / 10
৪৮টা বসন্ত পার করে ফেললেন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। আজ অর্থাৎ বৃহস্পতিবার তাঁদের বিবাহবার্ষিকী। এই ৪৮ বছরেরর সবটাই যে স্মৃতিমধুর তা কিন্তু নয়। সম্পর্কে এসেছে উথালপাথাল। আবার সবটা সামলেও নিয়েছেন দু'জনে। বিবাহবার্ষিকীতে ফিরে দেখা যাক অমিতাভ-জয়ার সেই সিনেমার মতো প্রেমের আখ্যান।

৪৮টা বসন্ত পার করে ফেললেন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। আজ অর্থাৎ বৃহস্পতিবার তাঁদের বিবাহবার্ষিকী। এই ৪৮ বছরেরর সবটাই যে স্মৃতিমধুর তা কিন্তু নয়। সম্পর্কে এসেছে উথালপাথাল। আবার সবটা সামলেও নিয়েছেন দু'জনে। বিবাহবার্ষিকীতে ফিরে দেখা যাক অমিতাভ-জয়ার সেই সিনেমার মতো প্রেমের আখ্যান।

2 / 10
৪৮টা বসন্ত পার করে ফেললেন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। আজ অর্থাৎ বৃহস্পতিবার তাঁদের বিবাহবার্ষিকী। এই ৪৮ বছরেরর সবটাই যে স্মৃতিমধুর তা কিন্তু নয়। সম্পর্কে এসেছে উথালপাথাল। আবার সবটা সামলেও নিয়েছেন দু'জনে। বিবাহবার্ষিকীতে ফিরে দেখা যাক অমিতাভ-জয়ার সেই সিনেমার মতো প্রেমের আখ্যান।

৪৮টা বসন্ত পার করে ফেললেন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। আজ অর্থাৎ বৃহস্পতিবার তাঁদের বিবাহবার্ষিকী। এই ৪৮ বছরেরর সবটাই যে স্মৃতিমধুর তা কিন্তু নয়। সম্পর্কে এসেছে উথালপাথাল। আবার সবটা সামলেও নিয়েছেন দু'জনে। বিবাহবার্ষিকীতে ফিরে দেখা যাক অমিতাভ-জয়ার সেই সিনেমার মতো প্রেমের আখ্যান।

3 / 10
দেখা হল, হল কথাও...প্রেম হল 'এক নজর' ছবির সেটে। উঠতি অমিতাভকে দেখেই নাকি রেখা বুঝেছিলেন এই মানুষটা একদিন বিশ্ব কাঁপাবে। ইণ্ডাস্ট্রির গুঞ্জন, রাজেশ খান্নার নাকি অমিতাভ-জয়ার সম্পর্ক নিয়ে বেজায় আপত্তি ছিল। রাজেশ ছিলেন জয়ার ভাল বন্ধু। অন্যদিকে কর্মক্ষেত্রে অমিতাভ ছিলেন রাজেশের প্রতিদ্বন্দ্বী।

দেখা হল, হল কথাও...প্রেম হল 'এক নজর' ছবির সেটে। উঠতি অমিতাভকে দেখেই নাকি রেখা বুঝেছিলেন এই মানুষটা একদিন বিশ্ব কাঁপাবে। ইণ্ডাস্ট্রির গুঞ্জন, রাজেশ খান্নার নাকি অমিতাভ-জয়ার সম্পর্ক নিয়ে বেজায় আপত্তি ছিল। রাজেশ ছিলেন জয়ার ভাল বন্ধু। অন্যদিকে কর্মক্ষেত্রে অমিতাভ ছিলেন রাজেশের প্রতিদ্বন্দ্বী।

4 / 10
রাজেশ খান্নার আপত্তিতে যদিও বিশেষ কাজ হয়নি। রমরমিয়ে চলতে থাকে তাঁদের প্রেম পর্ব। জঞ্জির ছবিতে অভিনয়ের পর অমিতাভের সাফল্য ছড়িয়ে পড়তে থাকে দিকে দিকে। তখন আর তিনি নিউকামার নন, একেবারে বচ্চনসাব। জঞ্জিরের সাফল্য উদযাপন করতে অমিতাভ ঠিক করেন বন্ধুবান্ধবদের নিয়ে লন্ডনে উড়ে যাবেন তিনি। সঙ্গে যাবেন জয়াও।

রাজেশ খান্নার আপত্তিতে যদিও বিশেষ কাজ হয়নি। রমরমিয়ে চলতে থাকে তাঁদের প্রেম পর্ব। জঞ্জির ছবিতে অভিনয়ের পর অমিতাভের সাফল্য ছড়িয়ে পড়তে থাকে দিকে দিকে। তখন আর তিনি নিউকামার নন, একেবারে বচ্চনসাব। জঞ্জিরের সাফল্য উদযাপন করতে অমিতাভ ঠিক করেন বন্ধুবান্ধবদের নিয়ে লন্ডনে উড়ে যাবেন তিনি। সঙ্গে যাবেন জয়াও।

5 / 10
কিন্তু প্রেমিকাকে নিয়ে লন্ডন ভ্রমণের ঘোর আপত্তি ছিল বাবা হরিবংশী রাই বচ্চনের। তিনি ছেলেকে সাফ জানিয়ে দেন জয়াকে নিয়ে লন্ডন যেতে হলে আগে বিয়ে করতে হবে। ব্যস, এক রাতের মধ্যেই জোর তোড়জোড়। ঘরোয়া ভাবেই কাছের মানুষদের নিয়ে জয়ার সঙ্গে বিয়ে হয়ে গেল অমিতাভের।

কিন্তু প্রেমিকাকে নিয়ে লন্ডন ভ্রমণের ঘোর আপত্তি ছিল বাবা হরিবংশী রাই বচ্চনের। তিনি ছেলেকে সাফ জানিয়ে দেন জয়াকে নিয়ে লন্ডন যেতে হলে আগে বিয়ে করতে হবে। ব্যস, এক রাতের মধ্যেই জোর তোড়জোড়। ঘরোয়া ভাবেই কাছের মানুষদের নিয়ে জয়ার সঙ্গে বিয়ে হয়ে গেল অমিতাভের।

6 / 10
বিয়ের পর দিনই বন্ধুবান্ধব নিয়ে-সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে বিগবি উড়ে গেলেন লন্ডন। সেখানে তখন জোড়া সেলিব্রেশন। একদিনে হনিমুন অন্যদিকে জঞ্জিরের সাফল্য। কিন্তু সুখ চিরস্থায়ী নয়। বিয়ের বেশ কয়েক বছর পরেই জয়া-অমিতাভের সংসারে প্রবেশ আর এক ব্যক্তির...

বিয়ের পর দিনই বন্ধুবান্ধব নিয়ে-সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে বিগবি উড়ে গেলেন লন্ডন। সেখানে তখন জোড়া সেলিব্রেশন। একদিনে হনিমুন অন্যদিকে জঞ্জিরের সাফল্য। কিন্তু সুখ চিরস্থায়ী নয়। বিয়ের বেশ কয়েক বছর পরেই জয়া-অমিতাভের সংসারে প্রবেশ আর এক ব্যক্তির...

7 / 10
তিনি রেখা। দক্ষিণী সুন্দরী, বুদ্ধিমতী। প্রেজ থ্রির হেডলাইন যাকে ঘিরে আবর্তিত একটা লম্বা সময়। ইন্ডাস্ট্রিতে তখন রেখা-অমিতাভের প্রেম নিয়ে জোর গসিপ। সে কথা কানে পৌঁছয় জয়ারও। জয়া মিডিয়ার সামনে এ নিয়ে আজও মুখ খোলেননি। কিন্তু রেখা খুলেছিলেন বেশ কিছু বছর আগে...এক দীর্ঘ  নীরবতার পর।

তিনি রেখা। দক্ষিণী সুন্দরী, বুদ্ধিমতী। প্রেজ থ্রির হেডলাইন যাকে ঘিরে আবর্তিত একটা লম্বা সময়। ইন্ডাস্ট্রিতে তখন রেখা-অমিতাভের প্রেম নিয়ে জোর গসিপ। সে কথা কানে পৌঁছয় জয়ারও। জয়া মিডিয়ার সামনে এ নিয়ে আজও মুখ খোলেননি। কিন্তু রেখা খুলেছিলেন বেশ কিছু বছর আগে...এক দীর্ঘ নীরবতার পর।

8 / 10
রেখা জানান, প্রেম নিয়ে যখন উত্তাল বলিউড এমনই এক সময় একবার বাড়িতে নৈশভোজে রেখাকে আমন্ত্রণ জানান জয়া। রেখা ভেবেছিলেন জয়া বুঝি এই সম্পর্ক নিয়ে প্রশ্ন করবেন তাঁকে। সেই মতো প্রস্তুতি নিয়েই পৌঁছে গিয়েছিলেন বচ্চন পরিবারের অন্দরে।

রেখা জানান, প্রেম নিয়ে যখন উত্তাল বলিউড এমনই এক সময় একবার বাড়িতে নৈশভোজে রেখাকে আমন্ত্রণ জানান জয়া। রেখা ভেবেছিলেন জয়া বুঝি এই সম্পর্ক নিয়ে প্রশ্ন করবেন তাঁকে। সেই মতো প্রস্তুতি নিয়েই পৌঁছে গিয়েছিলেন বচ্চন পরিবারের অন্দরে।

9 / 10
কিন্তু না। সে সব কিছুই হয়নি। রেখা জানান সেদিন জয়ার সঙ্গে অনেক কিছু নিয়ে কথা হয়েছিল তাঁর। কাজ, ইন্ডাস্ট্রি, খাওয়া দাওয়া, কিনতি অমিতাভ বচ্চনের প্রসঙ্গ আসেনি একবারও। তবে যাওয়ার আগে রেখাকে জয়া বলেছিলেন, 'যাই হোক না কেন অমিতকে ছেড়ে আমি কোথাও যাব না..."।

কিন্তু না। সে সব কিছুই হয়নি। রেখা জানান সেদিন জয়ার সঙ্গে অনেক কিছু নিয়ে কথা হয়েছিল তাঁর। কাজ, ইন্ডাস্ট্রি, খাওয়া দাওয়া, কিনতি অমিতাভ বচ্চনের প্রসঙ্গ আসেনি একবারও। তবে যাওয়ার আগে রেখাকে জয়া বলেছিলেন, 'যাই হোক না কেন অমিতকে ছেড়ে আমি কোথাও যাব না..."।

10 / 10
রেখা-অমিতাভের প্রেম পরিণতি পায়নি। তাঁদের প্রেমের সমাপ্তি কী করে হয়েছিল তা আজও ধোঁয়াশা। তবে জয়া ছেড়ে যাননি অমিতাভকে...। ৪৮ বছর আগের শুরু হওয়া তাঁদের একসঙ্গে পথ চলা...আজও জারি।

রেখা-অমিতাভের প্রেম পরিণতি পায়নি। তাঁদের প্রেমের সমাপ্তি কী করে হয়েছিল তা আজও ধোঁয়াশা। তবে জয়া ছেড়ে যাননি অমিতাভকে...। ৪৮ বছর আগের শুরু হওয়া তাঁদের একসঙ্গে পথ চলা...আজও জারি।

Next Photo Gallery