মাঝপথে বন্ধ হয়ে যায় মীরা ছবির শ্যুটিং, কী করেছিলেন হেমা মালিনী?

১৯৭৯ সালে হেমা মালিনী ছিলেন তাঁর কেরিয়ারের মধ্য গগনে। প্রত্যেক প্রযোজক পরিচালক চাইতেন তাঁর সঙ্গে কাজ করতে। ছবি করার ক্ষেত্রে খুবই খুঁতখুঁতে ছিলেন নায়িকা।

মাঝপথে বন্ধ হয়ে যায় মীরা ছবির শ্যুটিং, কী করেছিলেন হেমা মালিনী?

|

May 18, 2025 | 6:57 PM

ড্রিম গার্ল হেমা মালিনী সিনেপ্রেমী দর্শকদের স্বপনচারিনী। নানা ধরণের চরিত্রে অভিনেত্রীকে দেখেছে দর্শক। কখনও সীতা ওউর গীতা কখনও আবার শোলে ছবির বসন্তী। কখনও রাজিয়া সুলতানা তো কখনও মীরা বাই। গ্রামের মেয়ে থেকে শহুরে চটকদার নারী, সবেতেই সমান দক্ষতা দেখিয়েছেন হেমা। কর্ম জীবন থেকে ব্যক্তিগত জীবন সবেতেই তিনি চর্চিত হয়েছেন।

বলিউডের অন্দরের খবর, সিনেমার সেটে তিনি এতোটাই চুপচাপ থাকতেন, যে তাঁর সহকর্মীরা কথা বলতে আসতেই ভয় পেতেন। হেমা মালিনীকে নিয়ে সেই সময় সব প্রযোজক পরিচালক কাজ করতে চাইতেন। তবে হেমা নিজের চরিত্র বাছাই করার বিষয়ে খুঁতখুতে ছিলেন। শোনা যায় প্রযোজক প্রেমজি হেমা কে নিয়ে ছবি করতে চাইতে। তবে যতবার নায়িকার কাছে তিনি ছবির প্রস্তাব নিয়ে যেতেন, ততবার প্রেমজি কে ফিরিয়ে দিতেন হেমা। অবশেষে হেমা প্রেমজি কে বলেন, তিনি যদি মীরা বাইকে নিয়ে সিনেমা করেন, তাহলে তিনি ছবি করবেন। এই কথা শোনা মাত্র প্রেমজি গুলজারের কাছে পৌঁছে যান , এবং মীরা বাইকে নিয়ে চিত্রনাট্য লিখতে বলেন। অবশেষে শুরু হল ‘মীরা ‘ র শ্যুট। প্রসঙ্গত মীরা ছবির পরিচালক ছিলেন গুলজার, ছবির সঙ্গীত করেছিলেন রবি শঙ্কর, হেমা মালিনী ছাড়াও এই ছবিতে ছিলেন, বিনোদ খান্না, শম্মি কপুর, আমজাদ খান প্রমুখ।

তবে কিছুদিন শ্যুট এর পরই টাকা পয়সার কারনে সেই ছবির শ্যুট বন্ধ হওয়ার মুখে। সেই কথা হেমা মালিনীর কানে উঠতেই প্রেমজিকে ডেকে পাঠালেন নায়িকা। তিনি বলেন, এই ছবিটি তিনি টাকার জন্য করছেন না। শ্রদ্ধা ভরে যে টাকা দেবেন তিনি হেমাকে, সেই টাকাই নেবেন হেমা। এর পর শীঘ্রই শ্যুট শুরু করতে বলেন। এই ছবি মুক্তি পেয়েছিল ১৯৭৯ সালে।  শোনা যায় এই ছবির জন্য হেমা মালিনীকে যে টাকা খামে ভরে দেওয়া হয়েছিল, সেই টাকা আজও হেমা মালিনী রেখে দিয়েছেন, এটা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ হিসেবে নিয়েছেন তিনি। এই ছবি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভক্তির থেকে সিনেমাটি করেছেন।