বিরাটের প্রেমে পড়েছেন? এমন কথা রটতেই ফোঁস করলেন ম্রুণাল

Sneha Sengupta |

Aug 09, 2024 | 2:43 PM

Virat Kohli-Mrunal Thakur: তিনি নো-ননসেন্স টাইপ মানুষ। ভুলভাল কথা রটলেই প্রতিবাদ করেন। রটেছে, বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর নাকি প্রেমে পড়েছেন বিরাট কোহলির। রাগ প্রকাশ করে যা বললেন ম্রুণাল।

বিরাটের প্রেমে পড়েছেন? এমন কথা রটতেই ফোঁস করলেন ম্রুণাল
বিরাট-কোহলি।

Follow Us

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর বলেছিলেন, ক্রিকেট তারকা বিরাট কোহলির উপর তাঁর ক্রাশ আছে। তারপর থেকেই মানুষ ধরে নিয়েছেন ম্রুণাল প্রেমে পড়েছেন বিরাটের। এরপর ম্রুণাল বিরক্তি প্রকাশ করেছেন। বলেছেন, “এগুলো বন্ধ করুন দয়া করে।” ম্রুণালের প্রতিক্রিয়া পড়ে নেটিজ়েনদের একাংশের মনে হয়েছে, তিনি রেগে গিয়েছেন। আবার আর-এক অংশের মনে হয়েছে অন্য কথা।

নেটিজ়েনরা বলেছেন, “প্রতিক্রিয়া দেখে কেন মনে হচ্ছে ম্রুণাল সত্য চাপার চেষ্টা করছেন। তিনি নিশ্চয়ই অপ্রস্তুত হয়েছেন।” অন্য এক নেটিজ়েন লিখেছেন, “বক্তব্য পড়ে মনে হচ্ছে, তিনি ব্যঙ্গ করেছেন। ক্রাশকে নিয়ে বন্ধুরা যখন কাউকে জ্বালাতন করে, সেই ব্যক্তিও এমনভাবেই বিরক্তি প্রকাশ করতে পারেন।”

অতীতে তাঁর ‘জার্সি’ ছবির প্রচারের সময় বিরাটের বিষয়ে তাঁর ভাল লাগার কথা ব্যক্ত করেছিলেন ম্রুণাল। তিনি বলেছিলেন, “একটা সময় ছিল যখন আমি বিরাট কোহলিকে ভালবাসতাম। খেলাটা পছন্দ করতাম কারণ আমার ভাই খুব বড় ক্রিকেট ভক্ত। ওর সঙ্গে মাঠে গিয়ে অনেক খেলা দেখেছি। ভারতীয় ক্রিকেট দলের নীল জার্সি পরে খেলা দেখতে গিয়েছিলাম। এখন আমি ‘জার্সি’র মতো এক ক্রিকেট নির্ভর ছবির অংশ। বিষয়টা দারুণ, তাই না!”

অভিনেত্রী-প্রযোজক অনুষ্কা শর্মাকে বিয়ে করে সুখে সংসার করছেন বিরাট কোহলি। দুই সন্তান আছেন তাঁদের–কন্যা ভামিকা এবং পুত্র অকায়। এই মুহূর্তে লন্ডনে আছেন তাঁরা। অন্যদিকে ‘সন অফ সর্দার ২’ ছবির জন্য অজয় দেবগণের সঙ্গে শুটিং করছেন ম্রুণাল। ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি। বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘দ্য ফ্যামিলি স্টার’ ছবিতে নায়িকা হিসেবে দেখা যায় ম্রুণালকে।

Next Article