বলিউড ছবিতে ভূতের গল্প নাকি সে ভাবে দানা বাঁধে না। কনটেন্টের নাকি বড়ই অভাব। তবে জানেন কি এই বলিউডেই তৈরি হয়েছিল এমন এক ছবি, যে ছবিকে ঘিরে আজও রয়েছে নানা রহস্য। সত্তরের দশকে বলিপাড়াকে একাধিক হরর ঘরানার ছবি উপহার দিয়েছেন রামসে ব্রাদার্স। এমনই এক ছবি হল ‘ভিরানা’। ২০২৪-এ দাঁড়িয়ে এই ছবির কনটেন্ট আপনার ‘ক্রিঞ্জ’ মনে হতেই পারে তবে সে সময় এই ছবি কিন্তু বক্স অফিসে তুমুল আলোড়ন ফেলে। তবে শুধু যে বক্সঅফিসেই এই ছবি আলোড়ন ফেলেছিল তা নয়, ছবিটিকে ঘিরে এত ঘটনা ঘটে যা রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিল খোদ পরিচালককেই। এমনকি পরিচালক শ্যাম রামসে এও দাবি করেছিলেন, এ নেহাত ছবি নয়, বরং বাস্তব ঘটনা অবলম্বনে।
শ্যাম জানান, ১৯৮৩ সালে ‘পুরানা মন্দির’ ছবির শুটিং করতে মহাবালেশ্বর গিয়েছিলেন তিনি। ছবির শুটিং শেষ হয়ে যাওয়ার পর তারকাদের সঙ্গে কর্মীদলের সকল সদস্য মুম্বই ফিরে যান। তবে তিনি থেকে যান। ইচ্ছে ছিল পরের ছবির প্লট ভাববেন। এমনই এক সময়ে মহাবালেশ্বর থেকে মুম্বই ফিরছেন তিনি। অন্ধকার রাত, হাইওয়ে দিয়ে গাড়ি যাচ্ছে তীরের মতো। এমন সময়েই রামসে নাকি দেখতে পান রাস্তার ধারে এক মহিলা দাঁড়িয়ে হাত নাড়ছেন। লিফট চাইলে রামসে রাজিও হয়ে যান। গাড়ির সামনের আসনে কার্যত বোবা হয়ে যান সেই মহিলা। মুখে টুঁ শব্দটি নেই। রামসে চেষ্টা করেন আলাপ করার। তিনি চুপ। আচমকাই রামসের চোখ যায় সেই মহিলার পায়ের দিকে। তারপর যা তিনি দেখেন তাতে শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে যায় তাঁর। মহিলার পায়ের পাতা নাকি উল্টো। জোরে ব্রেক কষেন পরিচালক। পাসের সিটে কোনও মতে তাকাতেই এ কী! কেউ নেই!
কোনওমতে ফিরে আসেন মুম্বইয়ে। পাঁচ বছর পর এই ঘটনার উপর ভিত্তি করেই রামসে বানান ভিরানা। ছবিতে অভিনয় করেছিলেন জ্যাসমিন। সেই ‘হট পিশাচিনি’ ছবি করার পরেই আচমকাই গায়েব হয়ে যান বলিউড থেকেই। অনেক দিন তাঁর খোঁজ মেলেনি। প্রে জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে সংসারী হয়েছেন তিনি। শোনা যায়, এই ছবির পর থেকেই মুম্বইয়ের অন্ধকার জগৎ থেকে নাকি নানা হুমকি আসতো জ্যাসমিনের কাছে। আসত খারাপ প্রস্তাব। সব কিছু এড়াতেই বিদেশে পালান তিনি। হঠাৎই হয়ে যান গায়েব।