‘…জাহ্নবী মেরি জান’, এটাই কি বলছে ভারতীয় ক্রিকেটার অশ্বিনের মন? পাঠালেন লাল হৃদয়
Janhvi Kapoor: জাহ্নবী কাপুরের মতো সুন্দরী তন্বী অভিনেত্রীর নামে একাধিক ফ্যানপেজ রয়েছে ফেসবুকে। সেই ফ্যানপেজে রয়েছে জাহ্নবী সম্পর্কিত একাধিক তথ্য। রয়েছে জাহ্নবীর ছবিও। তেমনই এক পোস্টে লাল হার্ট দিয়েছেন রবিচন্দন অশ্বিন এবং তা নজর এড়ায়নি নেটিজ়েনদের। তারপর থেকেই 'বাতাসে বহিছে লাল হার্ট' মোডে চলে গিয়েছে নেটনাগরিকরা। নতুন সমীকরণ খুঁজতে ব্য়স্ত তাঁরা।
ফের ক্রিকেটের ময়দানে প্রেম-প্রেম ভাব। লাল হার্টের ছড়াছড়ি। এবার নাম শোনা যাচ্ছে এক ভারতীয় স্পিনারের। তাঁর মন নাকি ডগমগ হয়েছে এক তারকা সন্তানের জন্য। সেই তারকা সন্তান ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন বলিউডে। তিনি শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর। তিনি নাকি বুকে ব্যথা ধরিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের স্পিনার রবিচন্দন অশ্বিনের।
জাহ্নবী কাপুরের মতো সুন্দরী তন্বী অভিনেত্রীর নামে একাধিক ফ্যানপেজ রয়েছে ফেসবুকে। সেই ফ্যানপেজে রয়েছে জাহ্নবী সম্পর্কিত একাধিক তথ্য। রয়েছে জাহ্নবীর ছবিও। তেমনই এক পোস্টে লাল হার্ট দিয়েছেন রবিচন্দন অশ্বিন এবং তা নজর এড়ায়নি নেটিজ়েনদের। সেই সঙ্গে লিখেছেন, “হে জাহ্নবী…” তারপর থেকেই ‘বাতাসে বহিছে লাল হার্ট’ মোডে চলে গিয়েছে নেটনাগরিকরা। নতুন সমীকরণ খুঁজতে ব্য়স্ত তাঁরা।
তা হলে কি জাহ্নবীর জন্য কোনও বার্তা দিলেন অশ্বিন? জাহ্নবী কিন্তু পাল্টা জবাবও দিয়েছেন। লিখেছেন, “দারুণ হয়েছে ব্যাপারটা…”। জাহ্নবীরও সেলেব্রিটি ক্রাশ আছে। অক্ষয় খান্নার দাদা রাহুল খান্নার জন্য মন কেমন করে জাহ্নবীর। বিষয়টি তিনি জানিয়েওছিলেন নিজের মুখে। বিষয়টি জানতে পেরে জাহ্নবীকে পাল্টা সম্মান জানিয়েছিলেন রাহুলও। জাহ্নবীর মা শ্রীদেবীর প্রশংসাও করেছিলেন তিনি।
দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা, কার্তিক আরিয়ানের মতো অভিনেতাদের জন্য এককালে মন দুর্বল হয়েছিল জাহ্নবীর। কিন্তু তিনি ফিরে গিয়েছেন ছোটবেলার প্রেমিকের কাছেই। জাহ্নবী নাকি প্রেম করছেন এক রাজনীতিক পরিবারের ছেলের সঙ্গে। তাঁর নাম শিখর পাহাড়িয়া। ছোটবেলার বন্ধু শিখর এবং জাহ্নবী। মাঝে ছাড়াছাড়ি হয়েছিল। কিন্তু তাঁদের সম্পর্ক ফের জোড়া লাগে। তাঁকেই নাকি বিয়ে করবেন জাহ্নবী, তেমনই কান পাতলে শোনা যায় বলিউডে।