‘যা ভাবছেন তার চেয়েও অনেক বেশি কঠিন’, মুখ খুললেন কোভিড আক্রান্ত ভূমি

Apr 07, 2021 | 12:01 AM

সারা দেশেই টিকাকরণের পাশাপাশি নতুন করে করোনা সংক্রমণ বেড়েছে। মহারাষ্ট্রের অবস্থা বেশ শোচনীয়। অনেক প্রযোজকই সিনেমা রিলিজ পিছিয়ে দিচ্ছেন।

যা ভাবছেন তার চেয়েও অনেক বেশি কঠিন, মুখ খুললেন কোভিড আক্রান্ত ভূমি
ভূমি পেডনেকর

Follow Us

 

করোনা আক্রান্ত হয়েছেন ভূমি পেদনেকর। চিন্তিত অনুরাগীরা। মঙ্গলবার তাঁদের আশ্বস্ত করেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভূমি। পাশাপাশি করোনা নিয়ে সতর্কও করলেন তাঁর ফ্যানেদের।

ভূমি লেখেন, “যেভাবে সবাই ভালবাসা জানাচ্ছেন তাতে আমি আপ্লুত। আপনাদের প্রার্থনায় আমাকে রাখার জন্য ধন্যবাদ।” পাশাপাশি সবাইকে উত্তর দিতে না পারার জন্য ক্ষমা চেয়ে ভূমি লেখেন, “সরি সবাইকে রিপ্লাই করার পরিস্থিতি হয়ে ওঠেনি। গতকাল ঘুমিয়ে কাটিয়েছি। একটা কথাই বলতে চাই, বাড়িতে থাকুন। যদি সত্যিই খুব প্রয়োজন হয় তবেই বাড়ি থেকে বের হন।” তাঁর কথায়, “বিশ্বাস করুন যা ভাবছেন তাঁর চেয়েও বেশি ভয়ানক ব্যাপারটি।”।

সারা দেশেই টিকাকরণের পাশাপাশি নতুন করে করোনা সংক্রমণ বেড়েছে। মহারাষ্ট্রের অবস্থা বেশ শোচনীয়। অনেক প্রযোজকই সিনেমা রিলিজ পিছিয়ে দিচ্ছেন। রণবীর কাপুর থেকে আলিয়া ভাট, আমির খান থেকে অক্ষয় কুমার করোনা আক্রান্ত হয়েছেন তামাম বলিসেলেবরা। ফের কি তবে পূর্ণ লকডাউন? বিভিন্ন মহলে উঠছে সে প্রশ্নও।

 

Next Article