অভিনেত্রী-সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত গেম শো ‘দিদি নম্বর ওয়ান’-এ এসেছিলেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। রচনার সৌন্দর্যের রহস্য উদ্ঘাটন করতে চেয়েছিলেন তিনি। সোজা চলে গিয়েছেন পোডিয়ামের সামনে। আড়ালে রাখা একটি জুসের মগ বের করেছিলেন তিনি। সকলের সামনে সেই মগটি তুলে ধরে বলেছিলেন, “এটাই হল ওঁর সৌন্দর্যের রহস্য। দেখো সবাই।”
“রচনা, এটায় তুই কী খাস?” জানতে চেয়েছিলেন কাঞ্চনা। মাথায় হাত দিয়ে রচনা বলেছিলেন ‘এবিসি জুস’। এই এবিসি জুসটা কী? তা অবশ্য ভেঙে বলেননি রচনা। অনুমান করতে শুরু করে দিয়েছিলেন কাঞ্চনা। “এ মানে অ্যাপেল, বি…”, কাঞ্চনার কথা শেষ হতে না-হতেই পাশ থেকে আর-এক প্রতিযোগী অভিনেত্রী কল্যাণী মণ্ডল বলেন, “বেদানা…”।
রচনা কীভাবে এত সুন্দরভাবে নিজেকে ধরে রেখেছেন, তা নিয়ে কেবল তাঁর সহ-শিল্পীরা নন, কৌতূহল আমজনতারও। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হুগলী থেকে তৃণমূলের হয়ে লড়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন রচনা। প্রচারে বেরিয়ে তিনি বলেছিলেন, “আমি হালকা মেকআপ করে যাই। রোদের তাপ কম লাগে। এটাই ট্যান আটকানোর টোটকা…।”