কীভাবে ১২ বছরের ছোট আলিয়ার সঙ্গে ফ্লার্ট করেন রণবীর?

Sneha Sengupta |

Jul 31, 2024 | 7:49 AM

Ranbir Kapoor-Alia Bhatt: রণবীরকে দেখে ৯ বছরের আলিয়ার মনে হয়েছিল, কোনও না-কোনও কানেকশন তাঁদের মধ্যে নিশ্চয়ই আছে। রণবীর তখন নিজের অভিনয় কেরিয়ার গড়ার দিকে মন দিয়েছিলেন।

কীভাবে ১২ বছরের ছোট আলিয়ার সঙ্গে ফ্লার্ট করেন রণবীর?
আলিয়া-রণবীর।

Follow Us

মাত্র ৯ বছর বয়স ছিল আলিয়া ভাটের। গিয়েছিলেন একটি ফটোশুট করতে। সেই সময় পরিচালক সঞ্জয় লীলা ভনসালী ‘বালিকা বধূ’ তৈরি করার কথা ভাবছিলেন। বালিকা বধূ হিসেবে তাঁর প্রাথমিকভাবে পছন্দ ছিল আলিয়া ভাটকেই। সেই ছবির ফটোশুটে আলিয়ার সঙ্গে প্রথম আলাপ রণবীর কাপুরের। রণবীরকে দেখে ৯ বছরের আলিয়ার মনে হয়েছিল, কোনও না-কোনও কানেকশন তাঁদের মধ্যে নিশ্চয়ই আছে। রণবীর তখন নিজের অভিনয় কেরিয়ার গড়ার দিকে মন দিয়েছিলেন।

কাট টু। তাঁর দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’র শুটিংয়ে ট্রাকের পিছনে বসে পরিচালক ইমতিয়াজ় আলি, রণবীর (রণবীর ছিলেন না ছবির কাস্ট) এবং আলিয়া খোলা গলায় গান ধরেন। তখন আলিয়ার মনে রণবীরের জন্য মুগ্ধতা ছাড়া কিছুই নেই। ক্রাশ বললেও চলে। আর রণবীরও তখন আলিয়াকে বাচ্চা মেয়েই মনে করেন। তাঁর জীবন জুড়ে তখন দীপিকা পাড়ুকোন।

কাট থ্রি। ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক ভাঙে রণবীরের। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবি নিয়ে দীর্ঘ আলোচনা চলছে তাঁর। এমন পরিস্থিতিতে আলিয়া ভাটকে কাস্ট করা হল নায়িকার চরিত্রে। সেই প্রথম আলিয়ার সঙ্গে অন্য সুর বাজে রণবীরের হৃদয়ে। একটি টকশোতে এসে রণবীর নিজেই বলেছিলেন, “আমিই প্রথম আলিয়ার সঙ্গে ফ্লার্ট করেছিলাম।”

এই কথা শুনে লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন আলিয়া। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ চলেছে অনেকদিন ধরে। ছবি মুক্তির আগেই আলিয়া রণবীর বিয়ে করেন। একবছরের মাথায় তাঁদের কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে কন্যা রাহা। রণবীরের জীবন পরিপূর্ণ করেছে সেই ৯ বছরের ‘বালিকা বধূ’ই, যাঁর প্রথম দর্শনেই মনে হয়েছিল, কিছু তো কানেকশন আছেই!

Next Article