‘সেরার সেরা সময়টা কাটাচ্ছি’, বলতে-বলতে কেন আবেগঘন টোটা?
Tota Roy Choudhury: টোটা রায়চৌধুরী বাংলা চলচ্চিত্র জগতের এক অন্যতম প্রতিভার নাম। বাংলা সিনেমা এবং সিরিয়ালের জমিয়ে অভিনয় করেছেন তিনি। এই টোটাকে দিয়ে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ বিহারীর চরিত্রে অভিনয় করিয়েছিলেন তাঁর পরিচালিত 'চোখের বালি' ছবিতে। বিহারীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে তৈরি নিজের জন্য বিশেষ জায়গা তৈরি করেছিলেন টোটা। সেই টোটাকে নিয়েই এখন বলিউড সরগরম।
টোটা রায়চৌধুরী বাংলা চলচ্চিত্র জগতের এক অন্যতম প্রতিভার নাম। বাংলা সিনেমা এবং সিরিয়ালের জমিয়ে অভিনয় করেছেন তিনি। এই টোটাকে দিয়ে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ বিহারীর চরিত্রে অভিনয় করিয়েছিলেন তাঁর পরিচালিত ‘চোখের বালি’ ছবিতে। বিহারীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে তৈরি নিজের জন্য বিশেষ জায়গা তৈরি করেছিলেন টোটা। সেই টোটাকে নিয়েই এখন বলিউড সরগরম।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘রকি অর রানী কি প্রেম কাহানি’তে এক কত্থক শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিতে তিনি আলিয়া ভাটের বাবা। নাম চন্দন চট্টোপাধ্যায়। ছোট থেকেই এই চন্দন নাচের প্রতি তাঁর আগ্রহ প্রকাশ করেছিলেন। শেষমেশ বাবার অনিচ্ছা সত্ত্বেও সেই পেশাতেই সুনাম তৈরি করেছিলেন। এমনই এক স্পর্শকাতর চরিত্রে অভিনয় করে এক অনন্য মাইল ফলক টপকেছিলেন টোটা।
এবং করণ জোহর পরিচালিত এই ছবিতে কাজ করার পরেই ভাগ্য খুলে গিয়েছে তাঁর। যদিও বলিউডে এই প্রথম কাজ করছেন না টোটা। তাকে বারবারই দেখা গিয়েছে নানা হিন্দি ছবিতে, যেমন ‘কাহানি ২’, ‘ইন্দু সরকার’, ‘হেলিকপ্টার ইলা’, প্রভৃতি। কিন্তু ‘রকি অউর রনি কী প্রেম কাহানি’ ছবিতে তাঁর পারফরম্যান্স কাজের পরিধি অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে নানা ছবির অফার আছে তাঁর হাতে। টোটা এক সর্বভারতীয় মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবিতে অভিনয় করার পরই তাঁর ভাগ্য খুলে গিয়েছে। কেরিয়ারের সবচেয়ে সুন্দর সময় দিয়ে যাচ্ছেন তিনি।