Bangla NewsEntertainment This is how shahrukh khan maintains the health of his lungs despite chain smoking habits
দিনে ১০০টা সিগারেট পান, ফুসফুস পরিষ্কার রাখতে কী করেন শাহরুখ?
Shahrukh Khan: কু-অভ্যাস বলতে শাহরুখের ওই একটা জিনিস আছে। তিনি অসম্ভব সিগারেট পান করেন। দিনে কম করে হোক ১০০টা সিগারেট খাবেনই শাহরুখ। এ অভ্যাস তাঁর শুরু থেকেই। একসঙ্গে দুটো সিগারেটও খেতে পারেন এই অভিনেতা। কিন্তু নিজের ফুসফুসের কীভাবে খেয়াল রাখেন, জানলে অবাকই হবেন আপনি...