
২০১২ সালে মুক্তি পায় বাঙালি পরিচালক সুজয় ঘোষের হিন্দি ছবি ‘কাহানি’। ছবিতে এক অন্তঃসত্ত্বা মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালন। ‘কাহানি’ যাঁরা দেখেছিলেন, তাঁরা জানেন, বিদ্যাকে এই ছবিতে কৃত্রিম অন্তঃসত্ত্বা সাজানো হয়। অর্থাৎ, বিদ্যা অভিনীত চরিত্রটি মিথ্যা-মিথ্য়া প্রেগন্যান্ট ছিল। ভিলেনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ছিল তার সেই সাজ। গল্পের শেষে চরিত্রটি বলেছিল, “আমার স্বামীর খুনিকে খুঁজতে গিয়ে অন্তঃসত্ত্বা সেজেছিলাম। ভুলেই গিয়েছিলাম যে, আমি প্রেগন্যান্ট নই। আমার খালি মনে হত, সন্তানকে গর্ভে নিয়েই এগিয়ে চলেছি।” কাট টু, সম্প্রতি ‘তোমাদের রানী’ ধারাবাহিকে রানী, অর্থাৎ অভিনেত্রী অভিকা মালাকার অন্তঃসত্ত্বা। তাঁকে কৃত্রিম গর্ভ পরে থাকতে হচ্ছে শুটিংয়ের সারাক্ষণই। তাতে কি মানসিকভাবে তাঁর কোনও প্রভাব পড়ছে? রানী লড়াকু মহিলা, প্রেগন্যান্ট অবস্থায় মারামারি করতে হচ্ছে… সে ব্যাপারেই বা কী বলার আছে রানী, থুড়ি অভিকার। ‘তোমাদের রানী’ ধারাবাহিকের সিরিয়ালের সেটে ফুরফুরে অভিনেত্রী ধরা দিলেন TV9 বাংলার ক্যামেরার সামনে।
‘তোমাদের রানী’ ধারাবাহিকের হিরো রানী। শুটিংয়ের ফাঁকে TV9 বাংলার সঙ্গে খোশ গল্প করতে-করতে তা স্বীকার করে নিলেন ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ রায়। এক তরুণী মায়ের সন্তানকে কোলে নিয়ে সফল ডাক্তার হওয়ার লড়াইয়ের কাহিনি ‘তোমাদের রানী’। এই রানী এখন অন্তঃসত্ত্বা। ডাঃ দুর্জয় সেনগুপ্ত (অর্কপ্রভ রায়ের চরিত্র), অর্থাৎ নায়কের সন্তানের মা হতে চলেছে সে। সারাক্ষণই প্রস্থেটিকে তৈরি একটি নকল গর্ভ পেটে বেঁধে অভিনয় করতে হচ্ছে রানী, অর্থাৎ অভিকাকে। TV9 বাংলাকে তিনি বললেন, “প্রেগন্যান্ট মহিলার চরিত্রে অভিনয় করতে-করতে এক-এক সময় মনে হয় আমি সত্যিই অন্তঃসত্ত্বা। শুটিংয়ের বাইরে যখন ব্রেকে থাকি, কিংবা মেকআপ রুমে তখন প্রেগন্যান্ট মহিলার মতোই সাবধনতা অবলম্বন করে চলা ফেরা করি। সিন করার সময়কার প্রভাব থেকেই যায় আমার। বসতে গেলেও সাবধানে বসি।”
অভিকা জানিয়েছেন, এই প্রস্থেটিকের তৈরি গর্ভ পেটে বাঁধতে তাঁর সময় লাগে ১৫ মিনিট। তিনি বালিশ বাঁধেন না। অন্তঃসত্ত্বা রানীকে মারামারিও করতে দেখা যায় দুষ্টুলোকদের সঙ্গে। অন্তঃসত্ত্বা মহিলারা কি তা করতে পারেন। এ ব্যাপারে অভিকা বলেন, “রানী নিজের বেবিকে খুবই ভালবাসে। তার জীবনে অনেক ওটাপড়া লেগেই থাকে। তবে রানী নিজের বেবিকে সেফ করেই সব প্রতিকূলতাকে অতিক্রম করে।”