আর কয়েকদিন পরই পুজো। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এই সময়ই ডায়েটিং করে ওজনটা কমিয়ে ফেলতে পারলে পুজোতে কেল্লাফতে। কিন্তু এত কম সময় কীভাবে ওজন কমাবেন? এর একটি মোক্ষম টোটকার কথা বলেছেন অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। তিনি কিংবদন্তি অভিনেতা তরুণকুমার চট্টোপাধ্যায়ের নাতবউ। সিরিয়ালের পরিচিত মুখ।
ত্বরিতা একটি পানীর কথা বলেছেন। সমপরিমাণ মৌরী, জোয়ান এবং গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিতে হবে। তারপর মিশ্রণটি মিক্সিতে গুঁড়ো করতে নিতে হবে। সংরক্ষণ করতে হবে একটি কৌটোতে। দুপুর এবং রাতের খাওয়ার পর গরম জলে ফুটিয়ে, ছাকনিতে ছেকে চায়ের মতো খেয়ে নিতে হবে। কেউ চাইলে লাঞ্চের পরিবর্তে ব্রেকফাস্টের পরও খেতে পারেন। এতে শরীর হবে ঝরঝরে এবং ওজন কমবে ঝট করে। বিনা ডায়েটিংয়ে, এক্সারসাইজ় ছাড়াই কমবে ওজন। ট্রাই করে দেখতে পারেন।