AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভ্যালেন্টাইন্স ডে-তে শানের ফিক্সড ডিপোজ়িট ভাঙতে চাইলেন স্ত্রী; তা শুনে কী করলেন গায়ক?

Shaan: কিছুদিন আগে আরও একটি মজার রিল তৈরি করেছিলেন শান। সেই রিলে দেখা যায় রাধিকার উপর খুবই রেগে গিয়েছিলেন শান। এক স্টুডিয়োতে ছবি তুলতে গিয়েছিলেন শান-রাধিকা। সেখানে এক ফটোগ্রাফের নির্দেশ বুঝতে পারেননি গায়ক। স্ত্রীর কাঁধে হাত রেখে ছবি তোলার পরিবর্তে নিজের কাঁধেই হাত রেখেছিলেন। স্ত্রী রেগেমেগে বেড়িয়ে যান। সেটিও ছিল এক মজার রিল।

ভ্যালেন্টাইন্স ডে-তে শানের ফিক্সড ডিপোজ়িট ভাঙতে চাইলেন স্ত্রী; তা শুনে কী করলেন গায়ক?
শান।
| Updated on: Feb 14, 2024 | 1:11 PM
Share

আজ সরস্বতী পুজো। তায় ভ্যালেন্টাইনস ডে। বাঙালি ভ্যালেন্টাইনস ডে আবার সরস্বতী পুজোই। গায়ক শানের মাথায় অনেকদিন আগেই তাঁর আশীর্বাদের হাত রেখেছেন মা সরস্বতী। তাই সুরের দুনিয়ায় রাজত্ব করছেন তিনি। এদিকে ভ্যালেন্টাইনস ডে-তে স্ত্রী রাধিকা মুখোপাধ্যায় চেয়ে বসলেন দারুণ এক উপহার।

একটি ভিডিয়ো তৈরি করেছেন শান। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে শান তাঁর স্ত্রীকে গান গেয়ে বলছেন, “চাঁদ-তারা নিয়ে আসব তোমার জন্য এই ভ্যালেন্টাইনস ডে-তে।” এই কথা শুনে শানের স্ত্রী বলেছেন, “চাঁদ-তারা চাই না আমার। তোমার ফিক্সড ডিপোজ়িট ভেঙে ফেলতে চাই আমি।” তা শুনে ঘাবড়ে গিয়ে ঘর থেকে বেরিয়ে যান শান। বেশ মজার একটি রিল তৈরি করেছেন শান। সেই রিল দেখে নেটিজ়েনদের কেউ-কেউ বলেছেন, “কেবল আপনি একা নন। আমাদের স্ত্রীরাও এমন কথা বলেন।”

কিছুদিন আগে আরও একটি মজার রিল তৈরি করেছিলেন শান। সেই রিলে দেখা যায় রাধিকার উপর খুবই রেগে গিয়েছিলেন শান। এক স্টুডিয়োতে ছবি তুলতে গিয়েছিলেন শান-রাধিকা। সেখানে এক ফটোগ্রাফের নির্দেশ বুঝতে পারেননি গায়ক। স্ত্রীর কাঁধে হাত রেখে ছবি তোলার পরিবর্তে নিজের কাঁধেই হাত রেখেছিলেন। স্ত্রী রেগেমেগে বেড়িয়ে যান। সেটিও ছিল এক মজার রিল।

২০০৩ সালে রাধিকাকে বিয়ে করেন শান। তাঁরা সংসার করেন মুম্বইয়ে। সুখী দাম্পত্য তাঁদের। মাঝে-মধ্যেই মজার-মজার রিল তৈরি করে সকলে চমকে দেন গায়ক।