
দুই হরিহর আত্মা। একজন বিয়ে করেছেন তিনবার। একজন এখনও অবিবাহিত। একজন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছেন। অন্যজন সেই নির্বাচনেই বিজেপির হয়ে দাঁড়িয়ে হেরেছেন ভবনীপুর কেন্দ্র থেকে। একজন বিধায়ক, একজন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে চাতকপাখির মতো তাকিয়ে আছেন। TV9 বাংলাকেই প্রথম জানিয়েছিলেন, ভোটের পরই তিনি বিয়ে করবেন।
এদের একজন অভিনেতা কাঞ্চন মল্লিক, অপরজন তাঁরই প্রাণের সখা অভিনেতা রুদ্রনীল ঘোষ। কিন্তু দুই তারকার একটা বিষয়ে মিল রয়েছে। তাঁরা দু’জনেই দুর্দান্ত অভিনেতা। টেলিভিশনের পর্দা থেকে শুরু করেন জীবন। এখন সাফল্যের চূড়ায়। দু’জনেরই বয়স পেরিয়েছে ৫০। সম্প্রতি কাঞ্চন তৃতীয় বিয়ে করেছেন চর্চিত প্রেমিকা শ্রীময়ী চট্টোরাজকে। তা দেখে রুদ্রনীল কী বলছেন বন্ধুর উদ্দেশে?
কাঞ্চনের তিন নম্বর বিয়ে সম্পর্কে TV9 বাংলার কাছে মুখ খুলেছেন রুদ্রনীল?
রুদ্রনীল বলেছেন, “এটা কাঞ্চনের ব্যক্তিগত সিদ্ধান্ত। নিজের মতো করে বাঁচার অধিকার কাঞ্চনের রয়েছে। ফলে, কাঞ্চন মল্লিক কীভাবে ভাল থাকবেন, কাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করবেন, সেটা তাঁর ব্যক্তি সিদ্ধান্ত। ২০-২৫ বছর ধরে আমার বন্ধু কাঞ্চন কিন্তু কাউকেই হিংসা করেননি। কারও ক্ষতি তিনি করেননি। নিজের আখের তিনি গোছাননি। আমরা দু’-একজন ছাড়া কারও সামনে কষ্ট পেলে তিনি প্রকাশ করেননি। কাঞ্চন যে জার্নি শুরু করল, তাতে আমার একটা কথাই বলার আছে যে, কাঞ্চন যেখানেই থাকুক না কেন, যাঁর সঙ্গেই থাকুক না কেন, তিনি যেন মানসিকভাবে এবং শারীরিকভাবে ভাল থাকেন। এটাই আমার বন্ধু হিসেবে প্রত্যাশা…।”
তিনদিন ধরে দলীয় কাজে দিল্লিতে ছিলেন রুদ্রনীল। ফোন বন্ধ রেখেছিলেন তিনি। মঙ্গলবার TV9 বাংলাকে জানিয়েছেন, তিনি কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করবেন। কথা বলবেন। দেখা করে তাঁকে শুভেচ্ছা জানাবেন।