‘আমি বহাল তবিয়তে বেঁচে আছি, প্লিজ়! গুজব বন্ধ হোক’, চাঁচাছোলা ভাষায় প্রতিবাদ শঙ্কর চক্রবর্তীর

Sneha Sengupta |

Aug 01, 2024 | 1:19 PM

Shankar Chakraborty: টলিপাড়ার প্রবীণ অভিনেতা শঙ্কর চক্রবর্তী বেঁচে আছেন এবং ভাল আছেন। টিভি নাইন বাংলা ডিজিটাল তাঁর সঙ্গে কথা বলেছে। মৃত্যুর রটনাকে ফুৎকারে উড়িয়েছেন শঙ্কর এবং প্রচণ্ড রাগ প্রকাশ করেছেন।

আমি বহাল তবিয়তে বেঁচে আছি, প্লিজ়! গুজব বন্ধ হোক, চাঁচাছোলা ভাষায় প্রতিবাদ শঙ্কর চক্রবর্তীর
শঙ্কর চক্রবর্তী।

Follow Us

তিনি জীবিত এবং বহাল তবিয়তে বেঁচে আছেন। তাঁর কিচ্ছু হয়নি। দু’দিন সিরিয়ালের শুটিং বন্ধ ছিল। কাজের ছন্দ ফিরতেই বৃহস্পতিবার সকাল থেকে কলটাইমের জন্য অপেক্ষা করছেন বাড়িতে বসে। আজ কাজের ডাক না এলে মেঘলা দিনে খিচুড়ি খাওয়ার প্ল্যান করেছেন টলিপাড়ার প্রবীণ অভিনেতা শঙ্কর চক্রবর্তী। এমন পরিস্থিতিতে রটল, তিনি নাকি প্রয়াত! টিভি নাইন বাংলাকে নিজেই ফোন করেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন।

“আমি বহাল তবিয়তে বেঁচে আছি, প্লিজ়! গুজব বন্ধ হোক,” চাঁচাছোলা ভাষায় প্রতিবাদ করলেন শঙ্কর। তিনি রাগে ফুসছেন। বললেন, “বহু যুগ আগে আমার একটি স্ট্রোক হয়েছিল। তাড়াতাড়ি সুস্থও হয়ে গিয়েছিলাম। এই তো আমি নিজেই আপনাদের ফোন করছি। বলছি ভাল আছি। বেঁচে আছি।”

ইদানিং আরও কিছু বিষয়ে ভীষণই বিরক্তবোধ করেন শঙ্কর। কেবল মৃত্যুর ভুয়ো খবরে তিনি বিরক্ত নন। তাঁর প্রচণ্ড রাগ আরও কিছু রটনায়। শঙ্কর বললেন, “আমি নাকি বাড়ি বিক্রি করে দিচ্ছি। মেয়ে নাকি আমার সঙ্গে থাকে না। আমার নাকি অর্থের খুব অভাব। এ সব অনেকদিন থেকে রটেছে। একটা সাক্ষাৎকার দিয়েছিলাম। সেই সাক্ষাৎকার থেকে কে কী বুঝেছে জানি না। কিন্তু অংশ তুলে নিয়ে ভাইরাল করেছে কিছু বক্তব্য। সব ভুলভাল জিনিস রটিয়েছে। আপনাদের মারফত জানাতে চাই, দয়া করে কোনও রটনায় কান দেবেন না, প্লিজ়!”

Next Article