
তাঁকে সকলে মিশকা নামেই চেনেন। মানুষের কাছে এখনও তিনি অহনা দত্ত হয়ে উঠতে পারেননি। এখনও সকলে তাঁকে চেনেন ‘অনুরাগের ছোঁয়া’র প্রচণ্ড শয়তান খলনায়িকা হিসেবেই। যাঁকে দেখে ঠাটিয়ে একটা চড় কষাতে চান দর্শকের একটা বড় অংশ। এই মিশকার নাম অহনা দত্ত। ১৯ বছর বয়স থেকে অভিনয় করছেন। তার আগে অনেকগুলো বছর নাচ নিয়েই মেতে ছিলেন অহনা। অভিনয় আসার পর আরও একটা পরিবর্তন ঘটল মেয়েটার জীবনে। জীবনোসঙ্গীকে খুঁজে পেলেন অভিনেত্রী। সিরিয়ালের সেটেই। যে ছেলেটি প্রথম দিন তাঁর চোখ আঁকলেন, ঠোঁটে রং ছোঁয়ালেন, তাঁর সঙ্গেই শুভদৃষ্টি হল তুলির টান নিতে-নিতে ঘন নিঃশ্বাসের ঘ্রাণে। হ্যাঁ, অহনার প্রেমিক একজন মেকআপ আর্টিস্ট। তাঁর নাম দীপঙ্কর রায়। অনেকগুলো বছর ধরে সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীদের তিনি সাজাচ্ছেন। কিন্তু প্রথমবার কোনও অভিনেত্রীকে সাজাতে গিয়ে তাঁর হাত কেঁপেছিল। তিনি অহনা।
আজ শ্রমিক দিবসে অহনা মুখ খুলেছেন TV9 বাংলার কাছে। সাফ কথা জানিয়েছেন অকপট। মেকআপ আর্টিস্ট দীপঙ্করের পেশাদার জীবন সম্পর্কে বলতে গিয়ে অহনা বলেছেন, “ও খুবই ক্রিয়েটিভ। তেমনই প্রচারবিমুখ। ও এক্কেবারেই নিজের জন্য কিছু চাইতে পারে না। আমার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে বলে কিছুটা লোকজন ওকে চিনেছে। কিন্তু আমি বলছি, ওর যা প্রতিভা, তার তুলনায় ও কিছুই করতে পারছে না।”
একজন মেকআপ আর্টিস্টের প্রেমিকা হওয়ার জন্য অনেক কটাক্ষ এবং কটূক্তি শুনতে হয়েছে অহনাকে। মায়ের সঙ্গে তলানিতে এসে ঠেকেছে তাঁর সম্পর্ক। অহনা বলেছেন, “আমি একজন রূপসজ্জা শিল্পীকে বিয়ে করেছি বলে অনেকে মনে করেন আমার বিনাপয়সায় মেকআপ হয়ে যায়। কোণঠাসা করে দেন অনেকে। কিন্তু আমি যদি কোনও প্রযোজকের সঙ্গে সম্পর্কে থাকতাম এই লোকগুলোও আমাকে বলত গোল্ড ডিগার!”